Advertisement
Advertisement

Breaking News

MGNREGA

কাজ কমেছে দিল্লিতে, কর্মসংস্থানে দেশের মধ্যে শীর্ষে কলকাতা

এদিকে ১০০ দিনের কাজে কর্মসংস্থানে ফের দেশের মধ্যে সেরা হল বাংলা।

MGNREGA: Bengal tops in providing jobs to unskilled labourers again | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 7, 2022 12:28 pm
  • Updated:April 7, 2022 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) তিনটে ঢেউ সামলিয়ে বছর দু’য়েক পরে ফের ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। বাজারে বাড়ছে কাজের জোগান। এই অবস্থায় সদ‌্য শেষ হওয়ার মার্চের পরিসংখ‌্যান বলছে, শুধুমাত্র এই মাসেই দেশে কাজের জোগান বেড়েছে ১৬ শতাংশ। এবং আরও যে খবরটি স্বস্তির তা হল দেশের মধ্যে কর্মসংস্থানের নিরিখে প্রথম স্থানটিতে রয়েছে তিলোত্তমা কলকাতা। প্রথম সারির কর্মসংস্থান পোর্টালের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতাতেই এই সময়ে নতুন করে কর্মসংস্থান হয়েছে ৪২ শতাংশ মানুষের।

গত দুই দশকে নিশ্চিতভাবেই অনলাইনে কাজ খোঁজার প্রবণতা বেড়েছে সারা বিশ্বে। ভারতও রয়েছে সেই প্রবণতাতেই। খবরের কাগজে কাজের হদিশ করার বদলে পোর্টাল বা অ‌্যাপেই এখন বেশি ভরসা রাখছে নতুন প্রজন্ম। আর কোভিড লকডাউন (Lockdwon) পরিস্থিতিতে এই প্রবণতা বেড়েছে অনেকটাই। সেই হিসেব অনুয়ায়ী ২০২১-২২ অর্থবর্ষের শেষ মাসে সারা দেশেই নিয়োগের সংখ‌্যা এক ধাক্কায় বেড়েছে ১৬ শতাংশ। পোর্টালটির তরফে জাাননো হয়েছে, নিয়োগকর্তাদের তরফে বাণিজ্যবৃদ্ধির কথা মেনেও নেওয়া হয়েছে। সেই কারণেই তারা নতুন কর্মী চাইছে। তালিকার শীর্ষে থাকা কলকাতায় নিয়োগ হয়েছে ৪২ শতাংশ। তার পরেই রয়েছে হায়দরাবাদ, সেখানে নিয়োগ ২৭ শতাংশ। বাণিজ‌্যনগরী মুম্বই রয়েছে তিন নম্বরে। চারে চেন্নাই (২৪ শতাংশ) এবং পাঁচে পুনে (২৩ শতাংশ)। তবে সকলকে চমকে দিয়ে নিয়োগ কমেছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে নিয়োগ কমেছে ১৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি আর কংগ্রেসের মধ্যে ফারাক নেই’, সিপিএম পার্টি কংগ্রেসে দাবি বিজয়নের, অস্বস্তিতে বঙ্গ নেতারা]

অনলাইন পোর্টালটির চিফ বিজনেস অফিসার পবন গোয়েল জানান, “ভারত বর্তমানে অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়াচ্ছে। দেশের সব শহরেই এই বদল চোখে পড়ছে। এটাই স্বস্তির যে অতিমারীতে যে সমস্ত ক্ষেত্র সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল সেগুলিই ফের মাথা তুলে দাঁড়াচ্ছে। আগামী মাসগুলিতে সমস্ত ক্ষেত্রই তাদের লক্ষপূরণে নিয়োগের সংখ‌্যা আরও বৃদ্ধি করবে।”

[আরও পড়ুন: বাজেট অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে নীরব সরকার, সবজির মালা গলায় দিয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের]

এদিকে এদিন আরও একটি সুখবর রয়েছে বঙ্গবাসীর জন্য। কেন্দ্রীয় প্রকল্পে ফের ভারতসেরা হয়েছে বাংলা। ২০২১-২২ অর্থবর্ষে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বাংলায় ১,১১,১৯,৭৬৫ জন অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রাজস্থান ও মধ্যপ্রদেশ যথাক্রমে ১,০০,৫০,৮৩৪ এবং ৯৫,৭০,৮০৩ জনের কর্মস্থানের সুযোগ তৈরি করেছে। শ্রমদিবস তৈরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এখানে ৩৬,৪১,১৭,৮৭৬ দিনের শ্রমদিবস তৈরি হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, মনরেগা (MGNREGA) প্রকল্পে প্রথম স্থান অধিকার করলেও মজুরি বাবদ বাংলার হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। এর আগে গ্রামীণ বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহের ‘জলস্বপ্ন’ প্রকল্পে প্রথম হয়েছিল বাংলা। ১০০ দিনের কাজে আগেও সেরার তকমা পেয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement