Advertisement
Advertisement

পদত্যাগ করছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর!

কী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী? তাকিয়ে রাজনৈতিক মহল৷

#MeToo: Central Minister MJ Akbar submited resignation
Published by: Tanujit Das
  • Posted:October 14, 2018 1:27 pm
  • Updated:October 14, 2018 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই দেশে ফিরেছেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর৷ প্রখ্যাত এই সাংবাদিকের ইস্তফা দেওয়া নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নাকি নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী৷ যদিও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে উপস্থিত রয়েছেন তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি৷ এই বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

[‘দক্ষিণ ভারতের চেয়ে পাকিস্তান বেশি মধুর’, ফের বিতর্কিত মন্তব্য সিধুর]

Advertisement

#MeToo অভিযান ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে দেশে৷ একে একে সেই তিরে বিদ্ধ হচ্ছেন রাজনৈতিক মহল থেকে সিনেমাজগত এবং সংবাদমাধ্যমের তাবড় তাবড় ব্যক্তিত্বরা৷ রবিবারেও এম জে আকবরের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও এক মহিলা সাংবাদিক৷ তাঁর অভিযোগ, বলপূর্বক তাঁকে চুম্বন করার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ গত সপ্তাহে থেকেই কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব বেশ কয়েকজন মহিলা সাংবাদিক৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, একটি সংবাদমাধ্যমের দায়িত্বে থাকাকালীন তাঁদের যৌন হেনস্তা করেছেন মোদি সরকারে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর । এরপরেই তাঁর বিরুদ্ধে সরব  কংগ্রেস-সহ বিরোধীরা৷  নৈতিকতার বিচারে আকবরের পদত্যাগ করা উচিত বলে দাবি তাঁদের৷

[#MeToo- তে ফের বিদ্ধ চেতন ভগত]

কেবল বিরোধীরাই নয়,  বিজেপির অন্দরেও আকবরকে নিয়ে মতান্তর তৈরি হয়েছে৷ প্রকাশ্যে মুখ না খুললেও অনেকেই এই অভিযোগকে গুরুতর বলে মনে করছেন৷ যদিও দলীয় তরফে বিজেপি আগে জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আকবরকে ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চাপে রাখতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধীরা৷ লোকসভার আগে কেন্দ্রীয় মন্ত্রীর নামে যৌন হেনস্তার অভিযোগ ওঠার বিষয় আসন্ন নির্বাচনে তাঁদের অনেকটাই ব্যাকফুটে ফেলতে পারে বলে আশঙ্কা করছে পদ্ম শিবিরও৷ ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের উপরেই যে, আকবরের ভাগ্য ঝুলে রয়েছে তা মেনে নিচ্ছেন সকলেই৷

দেখুন ভিডিও:

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement