Advertisement
Advertisement

ভোটের ফল নিয়ে মশকরা সোশ্যাল মিডিয়ায়, মজার মিমে মজে নেটিজেনরা

না হেসে থাকতে পারবেন না৷

Memes reacted to Assembly Election
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 11, 2018 7:19 pm
  • Updated:December 11, 2018 8:02 pm  

সুলয়া সিংহ: পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, আর এমন গুরুত্বপূর্ণ দিনে নেটিজেনরা হাত গুটিয়ে বসে থাকবেন, তাও কি সম্ভব? ট্রেন্ড মেনেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমস্ত ভাবনাচিন্তা, শিল্পকর্ম, সৃজনশীলতা তুলে ধরেছেন তাঁরা৷ নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী-কংগ্রেস-বিজেপিকে নিয়ে তৈরি হয়ে গিয়েছে নতুন নতুন মিম, ভিডিও, ছবি৷ যা দেখে হেসে খুন প্রত্যেকেই৷ উইট আর হিউমারের ছোঁয়াই হালকা করে দিয়েছে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশকে৷

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরাম, তিন ঘণ্টার মধ্যে ফলাফলের ট্রেন্ডে ধরাশায়ী গেরুয়া শিবির৷ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে গড় হাতছাড়া হওয়া প্রায় নিশ্চিত বিজেপির৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তিন রাজ্যেই হয়তো সরকার গড়তে পারে হাত শিবির৷ সভাপতি হিসাবে দলের দায়িত্ব পাওয়ার পর এটাই বড় সাফল্য রাহুল গান্ধীর৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে এহেন ভরাডুবিতে চিন্তিত গেরুয়া শিবির৷

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, প্রতিটি প্ল্যাটফর্মে মঙ্গলবারের আলোচ্য বিষয় একটিই৷ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল৷ আর সেই আলোচনার ধরনও নানারকমের৷ তবে নেটদুনিয়া মজে বিভিন্ন মিম ও ভিডিওতে৷ করণ জোহরের কভি খুশি কভি গম-এর ছবির একটি অংশের ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে শাহরুখ এগিয়ে যাচ্ছেন তাঁর মায়ের দিকে৷ নেটিজেনদের বক্তব্য এভাবেই আজ সোনিয়া গান্ধীর দিকে এগিয়ে যাবেন রাহুল৷ অন্য একটি মিমে আবার দেখা যাচ্ছে কীভাবে নিজের আনন্দ প্রকাশ করছেন কংগ্রেস সভাপতি৷

শাকসদলের কাছে কাল পর্যন্তও যাঁকে কটাক্ষ করে ‘পাপ্পু’ ডাকা হত, সেই রাহুল গান্ধীই আজ জয়ের গন্ধ পেয়েছেন৷ মোদি ম্যাজিক ফিকে করে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে তারা এখনও হারিয়ে যায়নি৷ এই বিষয়টিকেই মজা করে নেটিজেনরা বলছেন, ‘কংগ্রেস জিন্দা হ্যায়’৷ যেখানে ঠিক সলমন খানের পোজে দাঁড়িয়ে রাহুল গান্ধী৷ আর ক্যাটরিনার পরিবর্তে সোনিয়া৷

ভরাডুবিতে যখন চিন্তিত গেরুয়া শিবির আর অভাবনীয় সাফল্যে যখন উচ্ছ্বসিত কংগ্রেস, তখন আপন মেজাজে রয়েছে ভারচুয়াল দুনিয়ার বাসিন্দারা৷ মজার মজার ভাইরাল মিমেই রাজনীতির কাঠিন্য থেকে বিনোদনটুকু নিংড়ে নিচ্ছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement