সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগ। গুজরাটের আহমেদাবাদে ‘কামসূত্র’ (Kama Sutra) পোড়াল বজরং দলের সমর্থকরা। শুধু তাই নয়, ফের ওই বই বিক্রি করলে আস্ত দোকান পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়ে রাখল বজরং দলের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।
Breaking #Bajrangdal members burnt copy of #Kamasutra in an Ahmedabad bookstall for “showing Hindu deities in ‘vulgar’ positions” and threatened to burn bookstalls down if Hindu sentiments are hurt in future 1/N pic.twitter.com/4jpHZTognM
— DP (@dpbhattaET) August 28, 2021
প্রাচীন এই বই নিয়ে আপত্তি নেই। কিন্তু যে বইটি আহমেদাবাদের বুক স্টলে সাজানো ছিল, তার পাতায় পাতায় ছিল নানা ছবি। বজরং দলের অভিযোগ, সেই ছবিতে হিন্দু দেবদেবীকে দেখানো হয়েছে আপত্তিজনক বা অশ্লীল অবস্থায়। এই অভিযোগেই বইয়ের ওই কপিটি পুড়িয়ে দেন বজরং দলের সদস্যরা। সেই সঙ্গে দেওয়া হয় ‘হর হর মহাদেব’, ‘জয় শ্রীরাম’ স্লোগানও। এই বই পুনরায় বিক্রি করা হলে তার পরিণাম ভালো হবে না বলেও স্টল মালিককে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
প্রশ্ন হল, এত প্রাচীন একটি বই নিয়ে বজরং দলের সদস্যদের আপত্তি হল কেন? সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে বইটি হাতে নিয়ে আপত্তির জায়গাগুলো চিহ্নিত করেছেন বজরং দলের (Bajrang Dal) জনৈক প্রতিনিধি। তাঁদের বক্তব্য, বইয়ের যে কপিটি বুক স্টলে ছিল, সেখানে পাতায় পাতায় এমন সব ছবি রয়েছে, যেখানে হিন্দু দেবদেবীকে আপত্তিজনক অবস্থায় দেখানো হয়েছে। যা তাঁদের কাছে, অশ্লীল। এরই প্রতিবাদে তাঁরা ওই বুক স্টলের সামনে দাঁড়িয়েই বইটিতে অগ্নিসংযোগ করেন।
যদিও তাঁদের এই কাজ একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। নেটদুনিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন, যে দেশে এতদিন ধরে কামসূত্র রয়েছে, অজন্তা-ইলোরার গুহাচিত্র রয়েছে, সেখানে সাধারণ কয়েকটি ছবিতে কী এমন হল যে, হিন্দু ধর্মের ঐতিহ্যে আঘাত লাগবে? জয়দেবের ‘গীতগোবিন্দ’ নিয়েও কি তবে আপত্তি উঠবে? প্রশ্ন নেটিজেনদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.