মেহবুবাকন্যা ইলতিজা মুফতি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরেই বিভিন্ন দলের তৎপরতা শুরু হয়েছে উপত্যকায়। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি ভোটে লড়বেন না বলে আগেই ঘোষণা করেছিলেন। যদিও তাঁদের উপর চাপ বাড়াচ্ছেন দলীয় কর্মী-সমর্থকরা।
এর মধ্যেই জল্পনা, নির্বাচনী ময়দানে অভিষেক হতে চলেছে মেহবুবা-কন্যা ৩৭ বছরের ইলতিজা মুফতির। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রার্থী হিসাবে মুফতি পরিবারের গড় অনন্তনাগ জেলার বিজবেহারায় লড়তে পারেন বলে সূত্রের খবর। সোমবারই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে পিডিপি। কারণ, ১৮ সেপ্টেম্বর সেখানেই প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর মেহবুবা মুফতি বেশ কিছুদিন ধরেই গৃহবন্দি ছিলেন। তার পর থেকেই দলের অনেকটা রাশ হাতে তুলে নিয়েছেন ইলতিজা।
চার বছর ধরে মায়ের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট চালানোর পর গত বছর ইলতিজা মেহবুবার মিডিয়া উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন। মূল ধারার বহু রাজনৈতিক নেতা বন্দি থাকায় ইলতিজা হয়ে উঠেছিলেন সেখানকার প্রতিবাদের মুখ। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ব্রিটেনের ওয়ারউইক ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মেহবুবার মিডিয়া কথোপকথন এবং বৈঠকের সময় তাঁর পাশেই থাকেন মেয়ে ইলতিজা। দুবছর আগে তিনি এক্স হ্যান্ডলে ‘আপ কি বাত ইলতিজা কি সাথ’ অনুষ্ঠান চালু করেন। যেখানে উপত্যকার মানুষের নানা সমস্যা ও ক্ষোভ উঠে আসে। ফলে এখন দেখান মায়ের উত্তরসূরি হিসাবে ইলতিজাকে বেছে নেয় কিনা কাশ্মীরের মানুষ।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেন, এবার কাশ্মীরে ভোট হবে ৩ দফায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফলাফল জানা যাবে ৪ অক্টোবর। এই নির্ঘণ্ট জানার পরই খুশির হাওয়া বইতে শুরু করে ভূস্বর্গে। ভোটের লড়াইয়ের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.