ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। ভূস্বর্গকে এনডিএ সরকার মুক্ত কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ জানালেন একদা তাদেরই জোটে থাকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা।
I was stopped from visiting Rambiara Nalla today by local admin. This is where sand extraction through illegal tenders has been outsourced to outsiders & locals are barred from the area.Our land & resources are being plundered by GOI that has nothing but contempt for us pic.twitter.com/dF7KnZqMG0
— Mehbooba Mufti (@MehboobaMufti) November 21, 2020
কাশ্মীরের রামবিহেরা নাল্লা (Rambiara Nalla) এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। শনিবার সেই এলাকা পরিদর্শন করতে গেলে মেহবুবা মুফতিকে বাধা দেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মেহবুবা টুইট করেন, ‘নতুন কাশ্মীরের জন্য এটা ওদের পরিকল্পনা। যেখানে বালি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে নিজের কুকীর্তি করছে তখন আমাদের চুপ হয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। আসলে এভাবেই জম্মু ও কাশ্মীরের সম্পদকে লুট করা হচ্ছে। আমাদের অপমান ও ক্ষতি করা ছাড়া ভারত সরকারের আর কোনও উদ্দেশ্যই নেই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আজকে আমাকে রামবিহেরা নাল্লায় যেতে বাধা দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই এলাকায় অবৈধভাবে বালি তুলছে বহিরাগতরা কিন্তু স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। একজন রাজনৈতিক নেতা হিসেবে এই বিষয়টি নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের। কিন্তু, বিজেপি আমার অধিকারকে লঙ্ঘন করে আন্দোলন স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তাহীনতীয় ভুগছে বলেই এই ঘটনা ঘটিয়েছে তারা।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.