Advertisement
Advertisement

Breaking News

মোদির সঙ্গে প্রথম বৈঠকে পাকিস্তানকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

পুলিশকে পাথর ছুঁড়ে সমস্যা মিটবে না, কাশ্মীর প্রসঙ্গে বৈঠকে বসার আহ্বান মুখ্যমন্ত্রীর৷

Mehbooba Mufti meets PM Modi, slams Pakistan for fuelling protests in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 3:16 pm
  • Updated:August 27, 2016 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর উপত্যকায় অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগে পাকিস্তানকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীর উপত্যকায় প্রকাশ্যে সংঘর্ষে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান৷”

পাশাপাশি কাশ্মীর সমস্যার মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে মুফতি বলেন, “অশান্ত কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চিন্তিত৷ আমাদের মতোই তিনিও চান দ্রুতই ছন্দে ফিরুক কাশ্মীর৷” তাঁর অভিযোগ, ২০০৮ সালে যখন কাশ্মীর উত্তাল হয়ে উঠেছিল, তখন ইউপিএ সরকার পরিস্থিতি এড়িয়ে গিয়েছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি কাশ্মীর সমস্যার সমধানে আন্তরিকভাবে চেষ্টা করছেন৷”

Advertisement

পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনে মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের প্রচেষ্টারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, “মোদি পাকিস্তানে গিয়েছেন৷ লাহোরে গিয়েছেন৷ কিন্তু তারপর পাকিস্তান কী করল? পাঠানকোটে হামলা চালাল৷ রাজনাথজি ইসলামাবাদে গিয়েছেন৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাশ্মীরে সন্ত্রাসবাদ রুখতে যে উদ্যোগ নেওয়ার কথা, পাকিস্তান তা বারবার এড়িয়ে গিয়েছে৷ এবার পাকিস্তানের দায়িত্বশীল দেশ হওয়ার সময় উপস্থিত৷”

উপত্যকার সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে৷ তাঁর বক্তব্য, “একজন মা হয়ে আমি লজ্জিত হই, যখন দেখি ছোট ছোট শিশুদের হাতে পাথর তুলে তাদের পুলিশকে মারতে শেখানো হচ্ছে৷” হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর আজই প্রথম অশান্ত কাশ্মীর নিয়ে বৈঠক করলেন মোদি ও মেহবুবা মুফতি৷

দেখুন সেই বৈঠকের ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement