Advertisement
Advertisement
Mehbooba Mufti

‘৬ বছর ধরে কী করছেন?’ কাশ্মীরে বাড়ন্ত জঙ্গি তৎপরতায় কেন্দ্রকে তোপ মেহবুবার

নিরীহ সাধারণ মানুষকে জেলে ভরছেন, কাশ্মীর পুলিশের ডিজিকে আক্রমণ পিডিপি নেত্রীর।

Mehbooba Mufti blames J&K DG for terror attacks
Published by: Kishore Ghosh
  • Posted:July 16, 2024 6:18 pm
  • Updated:July 16, 2024 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় লাগাতার জঙ্গি তৎপরতা এবং জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় জবাবদিহি করতে হবে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের ডিজিকে, মন্তব্য করলেন ভূস্বর্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। সম্প্রতি কাশ্মীরের বাড়ন্ত সন্ত্রাসবাদ নিয়ে বলতে গিয়ে আঞ্চলিক দলগুলিকে দোষারোপ করেছিলেন ডিজি আর আর সোয়াইন। এদিন তারই কড়া জবাব দিলেন পিডিপি নেত্রী। ঠিক কী বলেছেন মেহবুবা?

সম্প্রতি কাশ্মীরের ডিজি মন্তব্য করেন, উপত্যকার আঞ্চলিক দলগুলোর নেতারা প্রায়ই নিহত সন্ত্রাসবাদীদের বাড়িতে যান এবং জনসমক্ষে তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করে থাকেন। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক লাভের জন্য বহু নেতা জঙ্গিবাদের চাষ করছেন কাশ্মীরে। এই সুযোগ কাজে লাগিয়ে ভূস্বর্গের সর্বনাশ করছে পাকিস্তান। এর পালটা মেহবুবা প্রশ্ন তোলেন, গত ছয় বছর ধরে ডিজি এবং নরেন্দ্র মোদি সরকার তাহলে কী করছে?

Advertisement

 

[আরও পড়ুন: রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা]

এদিন মেহবুবা বলেন, “সীমান্তে প্রতিদিন আমাদের জওয়ানরা শহিদ হচ্ছেন। যদিও তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও তদন্ত নেই! বদলে রাজনৈতিক দলগুলিকে দোষারোপ করা হচ্ছে।” কটাক্ষের সুরে পিডিপি নেত্রী বলেন, “গত ছয় বছর ধরে জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় সরকারের শাসন চলছে। কিন্তু তারা কী করেছে? নিরীহ সাধারণ কাশ্মীরি এবং সাংবাদিকদের জেলে ভরছে। আপনারা নিজেদের লোকর সঙ্গে যুদ্ধ করছেন এবং দাবি করছেন যে উপত্যকায় জঙ্গিবাদ শেষ হয়েছে।”

 

[আরও পড়ুন: ১৮ বছরেই ইউটিউব দেখে বোমা তৈরিতে দক্ষ! জয়নগরে ধৃত তরুণের বয়ানে তাজ্জব পুলিশ]

পিডিপি নেত্রী দাবি করেন, “কাশ্মীরের সাধারণ নাগরিকদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর উচিত জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা এবং হতাহতের বিষয়টিতে নজর দেওয়া। এই বিষয়ে জবাবদিহি করা উচিত। বর্তমান ডিজি দায়িত্ব নেওয়ার পরে সব থেকে বেশি প্রাণ ঝরেছে। সাধারণ নাগরিক, আঞ্চলিক নেতা কিংবা সাংবাদিকরা সীমান্তে পাহারা দেন না। উপত্যকায় জঙ্গি তৎপরতা রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং ডিজির।”

প্রসঙ্গত, সোমবার জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জওয়ান। মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স। সেনার এক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, জঙ্গি তৎপরতা রুখতে গিয়ে কাশ্মীরে গত ৩২ মাসে ৪৮ জওয়ান শহিদ হয়েছেন। আহত বহু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement