Advertisement
Advertisement

Breaking News

Megha Engineering

নির্বাচনী বন্ডে বিজেপিকে ৫৮৬ কোটি চাঁদা, সেই সংস্থার বিরুদ্ধেই এবার মামলা সিবিআইয়ের

সরকারি বরাত পাওয়ার জন্য আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে।

Megha Engineering, one of top electoral bond buyers, booked in bribery case
Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2024 10:02 am
  • Updated:April 14, 2024 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের  বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। সরকারি বরাত পেতে আধিকারিকদের বিরাট অঙ্কের ঘুষ দিয়েছে সংস্থাটি, এই অভিযোগে মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের (Megha Engineering) বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। এই সংস্থাই নির্বাচনী বন্ডের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ অনুদান দিয়েছে। সব মিলিয়ে অঙ্কটা ৯৬৬ কোটি টাকার। এর মধ্যে একা বিজেপিই পেয়েছে ৫৮৬ কোটি টাকা। বিজেপিকে সর্বোচ্চ অনুদান দেওয়া সংস্থা এটিই।

এই সংস্থাটি তেলুগু ব্যবসায়ী কৃষ্ণা রেড্ডির। সিবিআই (CBI) এই সংস্থার বিরুদ্ধেই ঘুষ দেওয়ার অভিযোগে দায়ের করেছে এফআইআর। এদিকে এই এফআইআরে নাম আছে এনআইএসপি এবং এনএমডিসির ৮ এবং মেকনের ২ আধিকারিকের। মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে অভিযোগ, জগদলপুর স্টিল প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের ১৭৪ কোটি টাকার বিল ‘ক্লিয়ার’ করাতে এনআইএসপি, এনএমডিসি এবং মেকন-এর মোট ১০ আধিকারিককে ৭৮ লাখ টাকা ঘুষ দিয়েছিল তারা।

Advertisement

[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]

তাৎপর্যপূর্ণভাবে এই মেঘা ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সির নজরে ছিল। ২০১৯ সালে এই কোম্পানিতেই হয়েছিল আয়কর হানা। কংগ্রেসের (Congress) অভিযোগ, সরকারি প্রকল্পের বরাত পাইয়ে দেওয়ার বদলে বিজেপির তহবিলে ব্যাপক অঙ্কের অনুদান দিয়েছে এই সংস্থা। এমনকী, অনুদান পেতে সংস্থাটিকে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। এসবের মধ্যেই সংস্থার বিরুদ্ধে মামলা করল সিবিআই।

[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]

তবে বিজেপি একা নয়। এই সংস্থার থেকে অনুদান পেয়েছে কংগ্রেসও। এমনকী ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত গোপনে এই সংস্থা কংগ্রেসকে বিপুল অনুদান দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement