Advertisement
Advertisement
Meenakshi Lekhi

‘শান্ত হোন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে’, সংসদে দাঁড়িয়েই ‘হুমকি’ মন্ত্রীর

সংসদে দাঁড়িয়েই ইডির হুমকি, সরব বিরোধীরা।

Meenakshi Lekhi on Thursday warned the Opposition to maintain silence during a discussion | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 4, 2023 9:30 am
  • Updated:August 4, 2023 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি-সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীই যেন সেই অভিযোগে সিলমোহর দিয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের একপ্রকার হুমকির সুরে বলে দিলেন, ‘চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যেতে পারে।’

বৃহস্পতিবার সংসদে দিল্লি সার্ভিসেস বিল (Delhi Services Bill) নিয়ে আলোচনার সময় যথারীতি হট্টগোল করছিলেন বিরোধী সাংসদরা। সেসময়ই কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির সাংসদ মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi) বিরক্ত হয়ে উঠে বলেন,”এক মিনিট। চুপ করুন, চুপ করুন। শান্ত হন। নাহলে আপনাদের বাড়িতে ইডি চলে যেতে পারে।” কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে হুমকি হিসাবেই দেখছেন বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্র ও বাবার মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভে অগ্নিগর্ভ বেহালা, জ্বলল পুলিশের গাড়ি]

একযোগে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধীরা। এনসিপি (NCP) ক্লাইড ক্রাসটো সোজা বলে দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন। বিরোধীরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছে, সেটাই প্রমাণিত হল। তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে বলছেন, এটা আসলে প্রকাশ্যে হুমকি। সংসদে দাঁড়িয়ে এভাবে ইডির নামে হুমকি দেওয়াটা নিন্দনীয়।

[আরও পড়ুন: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার ভারতের, সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ]

বস্তুত, মোদি (Narendra Modi) জমানায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তা নিয়ে অভিযোগ পুরনো। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিরোধী নেতাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে ইডি অত্যধিক দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। সেটা তেজস্বী যাদবের বিরুদ্ধে হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে হোক বা ডিকে শিবকুমারের বিরুদ্ধে। সেটা নিয়ে বিরোধীরা এর আগে সংসদেও সক্রিয় হয়েছেন। এবার সেই সংসদেই মন্ত্রিসভার সদস্য দিলেন পালটা হুমকি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement