Advertisement
Advertisement

মহিলা প্রার্থীর সামনেই অন্তর্বাসে শারীরিক পরীক্ষা পুরুষ চাকরিপ্রার্থীদের

কেমন এমন হয়রানি?

Medical test of male, female candidates taken together in MP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2018 5:48 pm
  • Updated:May 2, 2018 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব৷ কমছে কাজের সুযোগ৷ সামান্য ঝাড়ুদার পদেও চাকরির পরীক্ষায় ভিড় বাড়ছে চাকরিপ্রার্থীদের৷ দেশে বেকারত্ব সমস্যা যখন ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই পুলিশের চাকরির শারীরিক পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ একই ঘরে মহিলাদের প্রার্থীদের সামনে অন্তর্বাসের পরে পুরুষ চাকরি প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়ার ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আজ ছিল মধ্যপ্রদেশ পুলিশে কর্মী নিয়োগের শারীরিক পরীক্ষা নেওয়া কথা ছিল৷ সেই মতো চাকরি-প্রার্থীরা হাজির হন পরীক্ষা দিতে৷ অভিযোগ, এক ঘরে মহিলা চাকরিপ্রার্থীদের দাঁড় করিয়ে পরুষদের পোশাক খুলিয়ে নেওয়া হয় শারীরিক পরীক্ষা৷ এমনকি, মহিলা চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়া জন্য ছিল না কোনও মহিলা পরীক্ষক৷ ফলে, শারীরিক পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েন চাকরিপ্রার্থীরা৷

Advertisement

[‘অ্যাভেঞ্জার্স-ইনফিনিটি ওয়ার’ দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে দর্শকের রহস্যমৃত্যু]

এদিনের এই পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শারীরিক পরীক্ষার ভিডিও৷ মধ্যপ্রদেশ পুলিশের ঘটানো এই কাণ্ড দেখে রীতিমতো চমকে উঠেছে চাকরিপ্রার্থীদের একাংশ৷ এভাবে কেন পুরুষ ও মহিলা চাকরি-প্রার্থীদের একই ঘরে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা নিল পুলিশ? কেন মহিলা চাকরিপ্রার্থীদের জন্য পৃথক ব্যবস্থা করা হল না? কেন মহিলা পরীক্ষককে দিয়ে নেওয়া হল না পরীক্ষা? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

এর আগেও পুলিশে যোগ দিতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী৷ মেডিক্যাল পরীক্ষার সময় তাঁদের বুকে সেঁটে দেওয়া হয়েছিল এসসি ও এসটি স্টিকার৷ ঘটনায় দৃশ্যতই অস্বস্তিতে পড়েছেন যুবকরা। মধ্যপ্রদেশের এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে৷ এদিও ঠিক একই ভাবে চাকরিপ্রার্থীদের নিয়ে কার্যত ছেলেখেলা করল মধ্যপ্রদেশে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement