সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ গোয়ার শ্রী মঙ্গেশ মন্দিরে।
মার্কিন মুলুকের এক ডাক্তারি ছাত্রী মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ২২ জুন তিনি বাবা মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন। তখন মন্দিরের পুরোহিত গর্ভগৃহের বাইরে বেরিয়ে আসেন। ওই ছাত্রীকে “প্রদক্ষিণা”-য় নিয়ে যাবে বলে। তিনি ওই ছাত্রীকে কাছে আসতে ইশারা করেন। মন্দিরের পুরোহিতের নির্দেশ অমান্য করতে পারেননি। অভিযোগ, পুরোহিতের কাছে যাওয়ার পর তিনি ওই ছাত্রীকে জড়িয়ে ধরেন। তারপর চুমু খেতে চেষ্টা করেন বলে অভিযোগ।
[ নিয়ন্ত্রণ হারিয়ে ফের উত্তরাখণ্ডে খাদে বাস, দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের ]
ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ওই ছাত্রী। এই ধরনের ব্যবহার মানুষকে মানসিকভাবে আঘাত করে। এমন ঘটনা ঘটে মন্দিরে আসতেও মানুষ দ্বিধা করবে বলে জানান তিনি। এমনকী ২২ জুন মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখার প্রস্তাবও দেন তিনি।
কিন্তু ওই ছাত্রীর অভিযোগ ধোপে টেকেনি। শ্রী মঙ্গেশ দেবস্থান সেক্রেটারি অনিল কেঁকড়ে ওই ছাত্রীকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি জানান, মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হয়। এর জন্য একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি। তখন জানা গিয়েছে, ঘটনার কোনও নির্ভরযোগ্য প্রমাণ নাকি তাঁদের কাছে নেই যার সাহায্যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
[ দান্তেওয়াড়ায় সেনা অভিযানে হত ৭ মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ]
মন্দির কর্তৃপক্ষ ঘটনার কথা অস্বীকার করলেও খবরটি সংবাদমাধ্যমের কাছে চলে আসে। এরপরই এক সংবাদ সংস্থা কেঁকড়ের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, মন্দির কর্তৃপক্ষ তার জবাব ওই ছাত্রীকে পাঠিয়ে দিয়েছে। ঘটনার সেখানেই শেষ। এরপর আর কোনও কথা তিনি বলতে চাননি।
গত মাসের প্রথম দিকে এমনই একটি ঘটনা ঘটেছিল এই মন্দিরে। সেবারও মন্দিরের পুরোহিতের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। মুম্বইয়ের এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন, ওই পুরোহিত তাঁকে মন্দিরের ভিতরে হেনস্তা করে। তিনিও মন্দির কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ দেখার কথা বলেন। তিনি অভিযোগ তোলেন, পুরোহিত তাঁকে এত জোরে ধরেছিল যে তিনি নড়াচড়া করতে পর্যন্ত পারছিলেন না। ওই অবস্থায় ওই মেয়েটিকেও চুমু খেতে চাইছিল ওই পুরোহিত। ঘটনার স্থানটিও কর্তৃপক্ষকে দেখান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.