ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের জেরে গত কয়েকমাসে গোটা বিশ্বজুড়েই বদলে গিয়েছে অনেক কিছু। অলিম্পিক থেকে আইপিএল, আইপিএসসি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময়সূচি। এবার সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার তারিখও বদলানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক।
Decision will be taken soon on the pending Central Board of Secondary Education (CBSE) Class 10th & 12th board exams: Ramesh Pokhriyal, Union Human Resource Development Minister https://t.co/PoTb5vdaAL
— ANI (@ANI) May 5, 2020
মঙ্গলবার সকালে তিনি জানালেন, পূর্ব নির্ধারিত তারিখের বদলে আগামী ২৬ জুলাই হবে সর্বভারতীয় মেডিক্যালের পরীক্ষা। ১৮ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে নেওয়া জয়েন্টের মেন পরীক্ষা। আর জয়েন্টের অ্যাডভান্সড হবে আগস্ট মাসে।
এপ্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, আইআইটি-জিইই (IIT-JEE) মেন পরীক্ষা নেওয়া হবে ১৮, ২০, ২১, ২২ ও ২৩ জুলাই। আইআইটি-জিইই অ্যাডভান্সড হবে আগস্টে। এর তারিখ পরে ঘোষণা করা হবে। আর এনইইটি (NEET) পরীক্ষা হবে ২৬ জুলাই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা কবে তার সিদ্ধান্তও কয়েকদিনের মধ্যে নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.