Advertisement
Advertisement

প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের প্রচার সভাপতি করছে না কংগ্রেস!

উত্তরপ্রদেশে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এবং প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই অংশগ্রহণ করবেন৷

Media reports on Priyanka leading UP poll campaign wrong: Congress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 5:51 pm
  • Updated:July 29, 2019 3:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচার সভাপতি বানানোর খবর নিয়ে তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রচার সভাপতি পদে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে৷ কিন্তু কংগ্রেসের তরফে মিডিয়ার প্রচারকে মিথ্যা আখ্যা দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ৷

মিডিয়ার প্রচারকে মিথ্যা বলে তিনি জানান, “উত্তরপ্রদেশে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এবং প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই অংশগ্রহণ করবেন৷ কিন্তু তার মানে এই নয় তাঁকে কংগ্রেসের প্রচার সভাপতি পদ দেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তগুলি কংগ্রেসে আলোচনার মাধ্যমেই নেওয়া হয়ে থাকে৷ তাই আলোচনা ছাড়া এই ধরনের কোনও সিদ্ধান্তের কথা প্রচার করা সংবাদমাধ্যমের ভুল৷”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের মেয়ে এবং পুত্রবধূ বলেছিলেন৷ সেই প্রসঙ্গে আজাদ বলেন, “নিশ্চয়ই উনি উত্তরপ্রদেশের মানুষ এবং এই রাজ্যের মানুষ হিসাবে তিনি কংগ্রেসের প্রচারে অংশ নিতে পারবেন৷ তিনি উত্তরপ্রদেশের সাংসদও ছিলেন৷ কিন্তু বর্তমানে তিনি কোন পদে দলের হয়ে কাজ করবেন সেটি একমাত্র দলই ঠিক করবে৷”
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের তরফে শিলা দীক্ষিতকে ‘নির্বাচনের মুখ’ অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে ভাবা হচ্ছে বলে সূত্রের খবর৷ কিন্তু সংবাদমাধ্যমের একটি অংশ প্রিয়াঙ্কাকে এই পদে দেখা যাবে বলে দাবি করছে৷ সংবাদমাধ্যমের এই প্রচারের বিরুদ্ধেই এদিন মুখ খুললেন আজাদ৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement