Advertisement
Advertisement
যোগী

করোনা মোকাবিলায় পাকিস্তানকে দশ গোল উত্তরপ্রদেশের, যোগীর প্রশংসায় পঞ্চমুখ পাক মিডিয়াও

পাকিস্তান মিডিয়ার দাবি, ইমরান খানের চেয়ে অনেক ভালভাবে করোনা পরিস্থিতি সামলাচ্ছেন যোগী আদিত্যনাথ।

Media from Pakistan praises Yogi Adityanath over handling Corona
Published by: Paramita Paul
  • Posted:June 8, 2020 12:27 pm
  • Updated:June 8, 2020 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ঠিক ভূতের মুখে রামনাম! ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তা। আরও নির্দিষ্টভাবে বললে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভূয়সী প্রংশসা করলেন ইমরান খানের দেশের সংবাদমাধ্যম ‘The Dawn’। করোনা পরিস্থিতি মোকাবিলায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) দশ গোল দিয়েছেন যোগী। টুইট করে এমন দাবি করেছেন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের রেসিডেন্ট এডিটর ফাওয়াদ হুসেন। এক কথায় বলতে গেলে, পাকিস্তানি মিডিয়া যোগীর ফ্যান হয়ে গিয়েছে।

ভারত-পাকিস্তান, দুদেশেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। টালা আড়াই মাল লকডাউন করে ভারতে সংক্রমণের গতি স্তিমিত করা গেলেও বর্তমানে ফের উর্দ্ধমুখী সেই গ্রাফ। পাকিস্তানের অবস্থা আরও শোচনীয়। লকডাউন করলে আর্থিক ক্ষতি হবে, সেই ক্ষতি সামাল দেওয়ার ক্ষমতা ইমরান সরকারের নেই। তাই সাত তাড়াতাড়ি লকডাউন খুলে দেওয়ার ফল ভুগছে পাকিস্তান। এমনকী, রোগীরা সঠিক চিকিতসা পাচ্ছেন না বলেও অভিযোগ। এমন পরিস্থিতিতে পাকিস্তান মিডিয়ার দাবি, ইমরান খানের চেয়ে অনেক ভালভাবে করোনা পরিস্থিতি সামলাচ্ছেন যোগী আদিত্যনাথ।

Advertisement

[আরও পড়ুন : ‘সবাই জানে দেশের সীমান্তের কি পরিস্থিতি’, এবার রাহুলের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ]

ফাওয়াদ হুসেইন ট্যুইট করে যোগী আদিত্যনাথ আর পাকিস্তানের ইমরান খান সরকারের তুলনা করে যোগী সরকারের প্রশংসা করেন। উনি লেখেন, ‘ভালো করে এই গ্রাফ দেখুন। এই গ্রাফে করোনার কারণে পাকিস্তানের আর ভারতের রাজ্য উত্তরপ্রদেশের মৃত্যুর পরিসংখ্যান দেখাচ্ছে। পাকিস্তান আর উত্তরপ্রদেশের জনসংখ্যা এক। উত্তর প্রদেশের তুলনায় পাকিস্তানে জনঘনত্ব কম। উত্তরপ্রদেশে কড়া ভাবে লকডাউন পালন হয়েছে, কিন্তু পাকিস্তানে এটা সম্ভব হয় নি। তাঁর কারণ স্বরুপ আমাদের দেশে করোনার সংক্রমণ আর মৃত্যুর হার উত্তরপ্রদেশের থেকে বেশি।” উনি আরও লেখেন, পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি আর উত্তরপ্রদেশের জনসংখ্যা ২২.৫ কোটি। কিন্তু পাকিস্তানের তুলনায় উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক কম। উল্লেখ্য, উত্তর প্রদেশে এখনো পর্যন্ত ১০ হাজার ২৬১ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আরেকদিকে, পাকিস্তানে করোনার সংখ্যা এক লক্ষ ছুঁইছুঁই। এমনকী, মহারাষ্ট্রও পাকিস্তানের থেকে ভাল পরিস্থিতিতে রয়েছে বলে দাবি করেছে ফাওয়াদ।

[আরও পড়ুন : ‘করোনা আক্রান্ত মুসলিমদের চিকিৎসা করব না’, রাজস্থানের স্বাস্থ্যকর্মীদের মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement