Advertisement
Advertisement

Breaking News

আচমকাই চাকরি হারাতে চলেছেন প্রায় ১০ হাজার মানুষ, কেন জানেন?

কী এমন হল?

McDonald’s to shut down 169 outlets in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2017 12:49 pm
  • Updated:October 4, 2019 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ও পূর্ব ভারতের ১৬৯টি আউটলেটের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করল ম্যাকডোনাল্ড’স। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে এই আউটলেটগুলি। কাজ হারাতে চলেছেন প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ।

[সোশ্যাল মিডিয়ায় মিতালির শরীর নিয়ে ‘বাঁকা’ মন্তব্য, কড়া জবাব ক্যাপ্টেনের]

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে,  উত্তর ও পূর্ব ভারতে ম্যাকডোনাল্ড’সের সহযোগী, কনট প্লাজা রেস্টুরেন্ট লিমিটেড (সিপিআরএল) আর কোনও ভাবেই ম্যাকডোনাল্ড-এর ব্র্যান্ড ব্যবহার করতে পারবে না। সোমবার ম্যাকডোনাল্ড’স ইন্ডিয়া ঘোষণা করেছে কনট প্লাজা রেস্টুরেন্টের সঙ্গে ফ্রাঞ্চাইজি চুক্তি শেষ। তাদের অভিযোগ, কনট প্লাজা রেস্টুব়েন্ট কর্তৃপক্ষ তাদের চুক্তির শর্ত ভেঙেছেন। তাই তারা ফ্রাঞ্চাইজি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন৷

[নিরাপদহীন ডেবিট কার্ড ব্লক করছে SBI, তালিকায় আপনার কার্ডও নেই তো?]

ম্যাকডোনাল্ড’স এ বার নতুন অংশীদার খুঁজছে৷ গত ২৯ জুনের পর অস্থায়ী ভাবে সংস্থাটি দিল্লিতে তাদের ৪০টি রেস্তরাঁয় কাজকর্ম বন্ধ রেখেছিল। কারণ ওই সব আউটলেটে লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছিল৷ গত ২৩ বছর ধরে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে চলছে এই আউটলেটগুলি। তবে ২০১৩ সাল থেকে সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়।

[ব্লু হোয়েলের নেশা কাটাতে এবার রাজ্যে শুরু কাউন্সেলিং]

এই মুহূর্তে গোটা দেশে ম্যাকডোনাল্ডসের ৪৩০টি আউটলেট রয়েছে। ১৯৯৬ সাল থেকে ভারতে ব্যবসা  পরিচালনা করছে এই সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement