Advertisement
Advertisement

Breaking News

পুরভোটে ইভিএমে দেদার কারচুপি, অভিযোগ কেজরিওয়ালের

দুপুর দু'টো পর্যন্ত ভোট পড়েছে ৩১.১৩ শতাংশ৷

MCD Polls: Arvind Kejriwal Questions SEC Over 'Malfunctioning' EVMs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 23, 2017 1:36 pm
  • Updated:October 7, 2019 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনকে একহাত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ রবিবারের পুরভোটে দিল্লি জুড়ে একের পর এক ইভিএম খারাপ করে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি৷

আম আদমি পার্টির সুপ্রিমোর আরও অভিযোগ, বৈধ ভোটার স্লিপ থাক সত্ত্বেও বহু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি৷ এর আগে কেজরিওয়াল দাবি করেছিলেন, ইভিএম সংক্রান্ত প্রস্তুতির জন্য পুরভোট পিছিয়ে দেওয়া হোক৷ রবিবার টুইটারে কেজরি লিখেছেন, “ইভিএম খারাপ বলে একের পর এক রিপোর্ট এসেছে আমার কাছে৷ বহু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি৷ কোথায় রাজ্য নির্বাচন কমিশন?”

তবে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক এ কথা মেনে নিয়েছেন, যে কোথাও কোথাও ইভিএম খারাপ হওয়ার খবর তাঁদের কাছেও এসেছে৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তার সুরাহা করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন৷ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট দেওয়া গিয়েছে৷ দুপুর দু’টো পর্যন্ত ভোট পড়েছে ৩১.১৩ শতাংশ, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement