সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি দিল্লিতে বাংলাদেশি খেদাও অভিযান? রাজধানীর সরকারি স্কুলগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিল দিল্লি নগর নিগম। এমসিডির সব জোনের সরকারি স্কুলগুলিকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে, সাপ্তাহিক রিপোর্টও দিতে হবে স্কুলগুলিকে।
দিল্লি নগর নিগম এই মুহূর্তে আপের দখলে। তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই দিল্লি পুরনিগমের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে। দরকারে সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক। সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে। তারপর প্রশাসন ওই পড়ুয়ার অভিভাবক-সহ পরিবার সম্পর্কে তথ্যতালাশ করবে।
MCD issues order to verify and identify illegal Bangladeshi migrants’ children in schools and to ensure that no illegal Bangladeshi migrants are issued birth certificates. pic.twitter.com/lzf5UBgLib
— ANI (@ANI) December 20, 2024
আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। বাংলাদেশের একের পর এক রাজনীতিবিদ ভারত বিরোধী হুঙ্কার দিয়ে চলেছেন। কেউ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছেন, কেউ আবার ৪ দিনে কলকাতা দখলের হুমকি দিচ্ছেন। এসবের মধ্যে এতদিন কার্যত নিস্ক্রিয় ছিল ভারত সরকার। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বাংলাদেশে হিংসা এবং ভারত বিদ্বেষের নিন্দা করা হচ্ছিল বটে, কিন্তু এ পর্যন্ত কার্যকরী কোনও পদক্ষেপ করা হয়নি।
তবে এবার সম্ভবত চুপিসারে দেশ থেকে ‘বাংলাদেশি খেদাও’ অভিযান শুরু করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক! দিল্লির স্কুলগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার প্রক্রিয়া সেই বৃহত্তর বাংলাদেশি খেদাও অভিযানের প্রাথমিক পর্ব হতে পারে। যদিও এ নিয়ে সরকারি স্তরে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। আপাতত দিল্লিতে ‘বাংলাদেশি শনাক্তকরণ’ অভিযান শুরু হতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.