Advertisement
Advertisement

Breaking News

বিশেষজ্ঞের অভাব, একটা আসনও না ফাঁকা থাকে! সুপ্রিম নির্দেশের পর ডাক্তারির স্নাতকোত্তরে ফের কাউন্সিলিং

চলতি শিক্ষাবর্ষে সারা দেশে ডাক্তারির স্নাতকোত্তর স্তরে প্রায় তিন হাজারের বেশি আসন খালি পড়ে।

MCC starts re counseling for Medical PG course after Supreme Court orders

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 20, 2025 12:31 pm
  • Updated:February 20, 2025 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল- দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, (এমডি-এমএস আসন) যেন খালি না থাকে। অথচ বাস্তব তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে সারা দেশে ডাক্তারির স্নাতকোত্তর স্তরে প্রায় তিন হাজারের বেশি আসন খালি পড়ে। আসন পূরণ করতে ফের তাই কাউন্সেলিং শুরু করছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)।

বর্তমানে স্নাতকোত্তর খালি আসনের সংখ্যা ২ হাজার ৫৬২টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন খালি পড়ে মহারাষ্ট্রে (৩১৬)। তার পরেই রয়েছে কর্নাটক (২৪২), মধ্যপ্রদেশ (১৫৩), অন্ধ্রপ্রদেশ (১৪৫) ও রাজস্থান (১১১)। সবচেয়ে কম আসন খালি রয়েছে লাদাখ, মিজোরাম ও নাগাল্যান্ডে (১টি করে)। বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম খালি আসন রয়েছে উত্তরপ্রদেশে (১২)। উত্তরাখণ্ড (১৬) ও পশ্চিমবঙ্গের (১৮) স্থান এর পরেই।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলছে, দেশে ডাক্তারির প্রায় ৭৩ হাজার আসন রয়েছে। তার মধ্যে ৭০ হাজারের কিছু বেশি আসনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। কিন্তু দেশের শীর্ষ আদালত কিছু দিন আগে একটি মামলা প্রসঙ্গে মন্তব্য করেছিল, দেশে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসক আরও বেশি করে দরকার এই মুহূর্তে, তাই একটিও খালি আসন যেন না থাকে। তাই ছাত্রভর্তির নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও শীর্ষ আদালত কাউন্সেলিংয়ের অনুমতি দিয়েছিল। সেইমতো এমসিসি ১২ ফেব্রুয়ারি থেকে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করেছে। অনলাইন–অফলাইন মিলিয়ে এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ১ মার্চ পর্যন্ত। আশা, এর মধ্যেই পূরণ হয়ে যাবে খালি আসনগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub