Advertisement
Advertisement
Mayoral polls

সুপ্রিম ধাক্কার পর ঝুঁকলেন দিল্লির উপরাজ্যপাল, কেজরির প্রস্তাব মেনে মেয়র নির্বাচনের দিন ঘোষণা

সুপ্রিম কোর্টে আপের জয়ের দিনই মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের।

Mayoral polls to be held on Feb 22, L-G Saxena approves proposal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 18, 2023 8:54 pm
  • Updated:February 18, 2023 8:54 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা খেতেই দিল্লি সরকারের সঙ্গে সংঘাতের রাস্তা এড়িয়ে গেলেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা (VK Saxena)। শীর্ষ আদালতের নির্দেশের পরই দিল্লি মেয়র নির্বাচনের দিন ঘোষিত হল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রস্তাবে অনুমোদন দিলেন দিল্লির উপরাজ্যপাল। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিবালের আবেদনে শনিবার সিলমোহর দিলেন। বুধবার দিল্লি পুরসভার মেয়র নির্বাচন।

পনেরো বছর পর রাজধানীর পুরনিগম হাতছাড়া হয় গেরুয়া শিবিরের। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। কিন্তু, আপ জয়ী হলেও দিল্লির মেয়র নির্বাচন নিয়ে জটিলতা বাধে। তিনবার মেয়র নির্বাচনের দিন স্থির হলেও আপ ও বিজেপির কর্মীদের মধ্যে গণ্ডগোলের জেরে সেই নির্বাচন হয়নি। আম আদমি পার্টির (Aam Admi Party) অভিযোগ, এক বিজেপি নেতাকে মেয়র পদে নির্বাচিত করে পুরসভা দখল করার চেষ্টা করছে গেরুয়া শিবির। বড় সংখ্যক ভোটে আপ জয়ী হলেও উপরাজ্যপালের মনোনীত সদস্যরা মেয়র নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছেন। এমনকী, বিজেপি নেতারাও মেয়র ভোটে অংশ নিতে চান বলে আপ সুপ্রিমোর অভিযোগ। মেয়র নির্বাচনের পাশাপাশি ডেপুটি মেয়র ও স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন প্রক্রিয়াও থমকে যায়। শেষ পর্যন্ত জটিলতা কাটাতে জল গড়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারপর শুক্রবার আপের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত। উপরাজ্যপালের মনোনীত সদস্যরা মেয়র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: ভাগাড়েও দুর্নীতি! গৌতম গম্ভীরের বিরুদ্ধে CBI তদন্তের দাবি বিজেপি বিধায়কেরই]

এদিন দিল্লির মেয়র নির্বাচন নিয়ে উপরাজ্যপালের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি, বুধবার বেলা ১১টায় এমসিডি সদনে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সেখানেই ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হবে। এরপর মেয়র নির্বাচনে আর দেরি করতে নারাজ আপ (AAP) সুপ্রিমো। তাই শীর্ষ আদালতের রায়ের পরদিনই আপের তরফে মেয়র নির্বাচনের দিন প্রস্তাব করা হয়। যদিও গেরুয়া শিবির হাল ছাড়তে রাজি নয় বলেই মনে করছে আম আদমি পার্টি।

[আরও পড়ুন: ভারতে আরও চিতার আগমন, দক্ষিণ আফ্রিকা থেকে একডজন প্রাণীকে ছাড়া হল কুনো অরণ্যে]

এদিনই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে তলব করে সিবিআই। রাজ্য সরকারের আবগারি নীতির ফলে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। সিবিআই তদন্তের নির্দেশ দেন উপরাজ্যপাল। তদন্তে নেমে মনীশ সিসোদিয়া (Manish Sisodia) ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সিসোদিয়াকে বেশ কয়েকবার জেরা করা হয়। সিবিআই তলব করতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী জানান, তিনি প্রথম থেকেই তদন্তে সহযোগিতা করছেন। এবারও জেরার মুখোমুখি হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement