Advertisement
Advertisement

Breaking News

পদ্ম রুখতে একজোট হাতি-সাইকেল, নয়া সমীকরণ উত্তরপ্রদেশে

পদ্মবন কি তাতে ছারখার হবে?

Mayawati's BSP Will Support SP in Gorakhpur, Phulpur Bypolls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2018 12:42 pm
  • Updated:September 14, 2019 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় বিজেপিকে আটকাতে ঠিক এই ধরনেরই জোট চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী শক্তিগুলি একজোট হলে আড়াই দশকের লাল গড়ে পদ্ম কাঁটা ফোটানো সহজ হত না। মাথার ঘাম পায়ে ফেলেও হয়তো দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হত মোদি-শাহকে। কিন্তু সে হিসেব এখন অতীত। মানিকের বদলে হীরা বেছে নিয়েছেন ত্রিপুরাবাসী। তবে অনেকটা মমতার ভাবনার পথ ধরেই নয়া সমীকরণ গড়ে পদ্ম আগ্রাসন রুখতে সক্রিয় মায়াবতী। আসন্ন উপনির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধার দিকেই এগোচ্ছেন বহেনজি।

[পিএনবি কর্তাকে হীরের গয়না ঘুষ নীরবের, খোঁজ পেল সিবিআই ]

Advertisement

উত্তরপ্রদেশের রাজনীতির গত এক দশকের ট্রেন্ড মানে ক্ষমতার আসনে হয় সপা নয় বিএসপি। কিন্তু মোদি-শাহ জমানায় সব পালটে গিয়েছে। এখন সেখানে গেরুয়া দাপট। এই পরিস্থিতিতে দুটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্র দুটি থেকেই উত্থান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর। সাধারণত উপনির্বাচনে শাসকদলেরই প্রাধান্য থাকে বেশি। সহজ জয় করায়ত্ত করে তারা। কিন্তু খেলা বদলে দিতে চাইছেন মায়াবতী। সাধারণত বিরোধী আসনে থাকাকালীন বিএসপি উপ নির্বাচনে লড়ে না। প্রথা ভেঙে এবার সিদ্ধান্ত পালটেছেন নেত্রী।

নজরকাড়া সাফল্য, চা বিক্রি করেই মাসে উপার্জন ১২ লক্ষ টাকা ]

শুধু তাই নয়, সপার সঙ্গে একজোট হয়ে লড়াইয়ের ডাকও দিয়েছেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছে সমাজবাদী পার্টি দুটি কেন্দ্রে প্রার্থী দেবে। আর বাইরে থেকে সমর্থন করবে মায়াবতীর বিএসপি। উদ্দেশ্য, দুটি। এক, পদ্মের আগ্রাসন রুখে দেওয়া। বিরোধী শক্তি একজোট হলে যে পদ্ম শিবিরের কপালে ভাঁজ পড়বে তা বিভিন্ন জায়গার উপনির্বাচনের ফলাফলেই স্পষ্ট। এদিকে কংগ্রেস এখানে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কংগ্রেস-সপা জোট হয়েছিল। তবে ভোটের ময়দানে কাজের কাজ কিছু হয়নি। তাই এবার কংগ্রেসের একলা চলো নীতি। তবে কংগ্রেসকে বাদ দিয়ে সপা-বিএসপি একজোট হলে ভোটাররা কতখানি প্রভাবিত হন তাও দেখে নেওয়ার পালা। সেক্ষেত্রে আগামী লোকসভা ভোটে এই জোটকে আরও প্রসারিত করতে পারে দুই দল। আপাতত সাধারণ নির্বাচনকে মাথায় রেখেই ঘরোয়া ক্ষেত্রে একটা ড্রেস রিহার্সালে তৈরি হাতি-সাইকেল জোট। আগামী ১১ মার্চ হবে তার পরীক্ষা।

[  গেরুয়া বাড়ন্ত, অগত্যা লাল আবির মেখে বিজয় উৎসব ত্রিপুরা বিজেপির ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement