ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসপি নেতার হত্যায় সঠিক তদন্ত হচ্ছে না বলে তোপ দাগলেন মায়াবতী। দলের সুপ্রিমোর তোপ, তামিলনাড়ু সরকার এই খুনের তদন্ত করতে পারছে না। অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত শুক্রবার তামিলনাড়ুর বিএসপি প্রধান আর্মস্ট্রং খুন হন নিজের বাড়ির সামনে। রবিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান মায়াবতী।
পেশায় আইনজীবী আর্মস্ট্রংয়ের বয়স হয়েছিল ৫২। শুক্রবার নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। জানা গিয়েছে, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। তাদের মধ্যে চারজনের পরনে ছিল খাবার ডেলিভারি বয়ের পোশাক। বাড়ির সামনেই তারা আক্রমণ করে আর্মস্ট্রংকে। ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিএসপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই চেন্নাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিএসপি কর্মী-সমর্থকরা। উঠেছে আততায়ীদের গ্রেপ্তারির দাবি।
ঘটনার পরে দুদিন কেটে গেলেও মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি বলে তোপ দেগেছেন বিএসপি সুপ্রিমো (Mayawati)। ভাইপো আকাশ আনন্দকে নিয়ে তিনি তামিলনাড়ু (Tamil Nadu) গিয়েছেন প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। সেখানে উপস্থিত থাকা দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়েই মায়াবতীর তোপ, “তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। আর্মস্ট্রংয়ের খুনের ঘটনা থেকেই সেটা স্পষ্ট। এখনও মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। রাজ্য সরকার যদি ন্যায়বিচার করতে না পারে তাহলে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। সেটা যদি না হয়, তার অর্থ এই খুনের নেপথ্যে রাজ্য সরকারেরও ভূমিকা রয়েছে।”
কী কারণে আক্রান্ত হলেন ওই বিএসপি (BSP) নেতা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, গত বছর এক গ্যাংস্টারের খুনের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগ থাকতে পারে। সম্ভবত সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা। তবে তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। আপাতত ৮ জনের নাম রয়েছে সন্দেহভাজনের তালিকায়। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.