Advertisement
Advertisement

Breaking News

Mayawati

INDIA দলিত বিরোধী! তোপ দেগে আলাদা লড়ার ঘোষণা মায়াবতীর, সঙ্গী হতে পারেন ওয়েইসি

তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা!

Mayawati says BSP to fight Lok Sabha polls alone | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 19, 2023 6:05 pm
  • Updated:July 19, 2023 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বিরোধী জোটকে বিজেপি জোটের সঙ্গে একাসনে বসিয়ে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন NDA এবং কংগ্রেস-সহ ২৬ বিরোধী দলের জোট, দুটোই দলিত বিরোধী। তাই দুটি জোটের কোনওটিতেই শামিল হতে চান না বিএসপি (BSP) সুপ্রিমো। মায়াবতীর ঘোষণা, ২০২৪ লোকসভা নির্বাচনে নিজের দমেই লড়বে বিএসপি। কোনও কোনও রাজ্যে স্থানীয় দলের সঙ্গে জোটেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার একই সঙ্গে দুই মেগা জোট শিবিরের বৈঠক ছিল। একদিকে ছিল ২৬ দলের INDIA জোট অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট। মায়াবতী বলছেন,”কংগ্রেস নিজেদের মতো পুঁজিবাদী, এবং জাতি বিদ্বেষী দলের জোট গড়ছে শুধুই ক্ষমতা দখলের জন্য। আবার বিজেপিও এনডিএ-কে শক্তিশালী করছে। কিন্তু ওরা দলিত এবং মুসলিম বিরোধী।” কংগ্রেস এবং বিজেপি সমানভাবে দলিত এবং জনবিরোধী বলে দাবি করেছেন বিএসপি সুপ্রিমো।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি, মোদির বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি মামলায় জামিন তিস্তা শীতলবাদের]

তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর দল এই দুই শিবিরের থেকেই সমদুরত্ব বজায় রাখবে। বেশ কিছু রাজ্যে তাঁরা একাই লড়বে। বিএসপি সুপ্রিমো জানিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার মতো রাজ্যে একাই লড়বে তাঁর দল। তবে পাঞ্জাব, হরিয়ানার মতো কিছু রাজ্যে স্থানীয় দলগুলির সঙ্গে জোট করবেন তিনি। উল্লেখ্য, মায়াবতীর বিএসপি এখনও জাতীয় দল। উত্তরপ্রদেশে জমি হারালেও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়-সহ একাধিক রাজ্যে এই দলটির কমবেশি অস্তিত্ব আছে।

[আরও পড়ুন: মেধার জোরে ২ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের খুদে, গর্বিত বাবা-মা]

তাৎপর্যপূর্ণভাবে, মায়াবতী (Maywati) একা লড়ার ঘোষণা করলেও আসাদউদ্দিন ওয়েইসির AIMIM-এর সঙ্গে তাঁর জোটের একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানায়। মায়াবতী চাইছেন, দলিত-মুসলিম জোট তৈরি করে লড়তে। যাতে অন্তত উত্তরপ্রদেশে কিছু আসন জেতা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement