Advertisement
Advertisement

দলিত আবেগ টেনে বিজেপির বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মায়াবতীর

তাঁর দাবি, একজন দলিত কন্যা ভাল কাজ করছেন এটা বিজেপির সহ্য হচ্ছে না৷

Mayawati says BJP using state machinery to malaign BSP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 1:43 pm
  • Updated:December 27, 2016 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দলের অ্যাকাউন্টে ১০৪ কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ভাইয়ের অ্যাকাউন্টেও ১.৪৩ কোটি টাকা৷ তা নিয়ে যখন জাতীয় রাজনীতিতে তুমুল শোরগোল, তখন আসরে নামলেন বিএসপি প্রধান মায়াবতী৷ জানালেন, তাঁর দলের ভাবমূর্তি নষ্ট করতেই ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি৷

এদিন টাকার হদিশ পাওয়া প্রসঙ্গে মায়াবতী জানান, তাঁর দলের যা টাকা উঠেছে তা সভাবে ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে৷ এর মধ্যে আপত্তির কী আছে? ভাইয়ের প্রসঙ্গেও তাঁর একই মত৷ ছোট ব্যবসায়ী হিসেবে তাঁর ভাই যা উপার্জন করেছেন, আয়করের নিয়ম মেনেই তা তিনি জমা দিয়েছেন৷ তাহলে তা নিয়ে কেন প্রশ্ন উঠছে এদিন সেই পাল্টা প্রশ্ন করেন মায়াবতী৷ তারপর তাঁর অভিযোগ, বিএসপির ভাবমূর্তি নষ্ট করতেই বিজেপি সরকারি ক্ষমতার অপব্যবহার করছে৷ পাশাপাশি দলিত আবেগ টেনে তাঁর দাবি, একজন দলিত কন্যা ভাল কাজ করছেন এটা বিজেপির সহ্য হচ্ছে না৷ আর তাই যেনতেনভাবে হেনস্তা করা হচ্ছে তাঁদের

Advertisement

বস্তুত এদিন মায়াবতীর গলায় যেন শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুর৷ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করলেই সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ নোট বাতিলে তাঁর অবস্থানের জেরেই যে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করা হয়েছে এমনটাই দাবি ছিল তাঁর৷ এদিন হুবহু একই কথা শোনা গেল মায়াবতীর কথাতেও৷ দলীয় স্বার্থেই বিজেপি সরকারি ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগে সরব হলেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement