Advertisement
Advertisement

আসন রফার শর্তেই জোট সম্ভব, কংগ্রেসকে সাফ বার্তা মায়াবতীর

কী বললেন বিএসপি সুপ্রিমো?

Mayawati likely to hold ‘Hand’ if ‘respectable’ seat sharing achieved
Published by: Saroj Darbar
  • Posted:July 24, 2018 7:06 pm
  • Updated:July 24, 2018 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে হারাতে জোটের মন্ত্রেই ভরসা কংগ্রেসের৷ সদ্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতি রাহুল গান্ধীকেই এই মহাজোট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ সেখানে নিঃসন্দেহে অন্যতম স্তম্ভ হয়ে উঠতে পারেন মায়াবতী৷ তবে তাঁর সাফ কথা, সম্মানজনকভাবে আসন রফা হলে তবেই জোট সম্ভব৷

[  বাঁদরের উৎপাতে তিতিবিরক্ত বেঙ্কাইয়া, চাইলেন সরকারের সাহায্য ]

Advertisement

কিছুদিন আগেই বিএসপি জোট নিয়ে কংগ্রেসকে বার্তা দিয়েছিল৷তবে মায়াবতী নিজে এতদিন কিছুই বলেননি৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জোটের সমস্ত সম্ভাবনা উসকে দিলেন৷ বিজেপি বিরোধিতার জোটে থাকতে তাঁর কোনও আপত্তি নেই৷ কংগ্রেসের সঙ্গেই একজোট হয়ে তিনি লড়াইয়ে নামতে পারেন৷ তবে তার জন্য অবশ্যই সম্মানজনক আসন রফা হওয়া প্রয়োজন৷ বোঝাই যাচ্ছে, এই শর্তেই জোট সম্ভব৷ অতএব রাহুল গান্ধীকেই পরোক্ষে এগিয়ে আসার বার্তা তাঁর৷ কংগ্রেসের বৈঠকে রাহুলকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ অর্থাৎ আসন্ন নির্বাচনে কার সঙ্গে জোট হবে, কী শর্তে জোট হবে-তা ঠিক করবেন রাহুলই৷ তারপরই মায়াবতীর এই বার্তা৷ তিনি তাঁর শর্ত জানিয়ে দিয়েছেন৷ এবার রাহুল কী সিদ্ধান্ত নেন তার উপরই নির্ভর করছে আগামী লড়াইয়ের রূপরেখা৷

তাজমহলকে প্লাস্টিকমুক্ত এলাকা তৈরিতে উদ্যোগী যোগী সরকার ]

তবে মায়াবতীর সঙ্গে জোট নিয়ে কংগ্রেসের অন্দরেই দ্বিধা আছে৷ কংগ্রেস নেতৃত্বের একাংশ মনে করছে, মধ্যপ্রদেশ-ছত্তিশগড় ভোটে বিএসপি-র সঙ্গে জোট করলেই সুবিধে হবে৷ অন্যদিকে রাজস্থান কংগ্রেসের প্রধান শচীন পাইলট বলছেন এরকম কোনও জোটের দরকার নেই৷ একই অবস্থা বিএসপির অন্দরেও৷ নেতারা নানারকম মন্তব্য করা শুরু করেছিলেন৷ তবে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে বারণ করেছেন স্বয়ং মায়াবতী৷ তাঁর কড়া নির্দেশ, যতক্ষণ না পার্টির হাইকম্যান্ড কোনও সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ এ ব্যাপারে কেউ কোনও প্রতিক্রিয়া যেন না দেন৷ তবে এই জোটের উপর ভবিষ্যতের রাজনীতি যে অনেকটাই নির্ভর করছে তা বলাই বাহুল্য৷     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement