Advertisement
Advertisement

Breaking News

farmers’ protest

কৃষক আন্দোলনের ৬ মাস পূর্তি, ২৬ মে ‘কালা দিবসে’র ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি নেওয়া হয়েছে।

May 26 to be observe as 'black day' to mark 6 months of farmers’ protest| Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 16, 2021 3:09 pm
  • Updated:May 16, 2021 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে পায়ে ৬ মাস পার। আগামী ২৬ মে কৃষক আন্দোলনের (Farmer’s Protest) বয়স হবে ছ’মাস। ওই দিন দেশজুড়ে ‘কালা দিবস’ (Black Day) পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানিয়েছে ওই সংগঠনের শীর্ষ নেতা বলবীর সিং রাজেওয়াল। এদিকে রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। বিক্ষোভকারীদের সরাতে লাঠি চালায় পুলিশ। যার জেরে জখম হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। 

কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। গত নভেম্বরে দিল্লি সীমান্তে উপস্থিত হন বহু আন্দোলনকারী। অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। দেশজুড়ে সেই ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। আন্দোলন বাগে আনতে নাকানিচোবানি খেতে হয় কেন্দ্রীয় সরকারকে। এর পর গঙ্গা যমুনা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। ভোট মিটতেই ফের একবার খবরের শিরোনামে এই আন্দোলন।

Advertisement

[আরও পড়ুন: ফেসবুক বন্ধুর ফাঁদে পা দিয়েই বিপত্তি, ২৫ জনের লালসার শিকার দিল্লির মহিলা]

কালাদিবস পালন সম্পর্কে ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে রাজেওয়াল জানান, “২৬ মে কৃষক আন্দোলন ছ’মাসে পা দেবে। আবার ওই দিনই মোদির নেতৃত্বাধীন সরকার ৭ বছরে পা দেবে। আর এই সরকার কৃষি বিরোধী। তাই ওই দিন দেশজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছি।” তবে করোনা পরিস্থিতিতে কৃষকরা জড়ো হয়ে আন্দোলন করবেন না। বদলে নিজেদের বাড়ি, ট্রাক্টর, দোকানে কালো পতাকা ঝুলিয়ে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি, ওইদিন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে চলতে থাকা এই আন্দোলনকে দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে উদ্যোগী আন্দোলনকারীরা। সেই উদ্দেশ্যে নয়া পরিকল্পনাও করেছেন তাঁরা। উল্লেখ্য, বাদল অধিবেশনে তিনটি কৃষি বিল (Farm Bill, 2020) পাশ করেছে মোদি সরকার। তা আইনেও পরিণত হয়েছে। কৃষকদের অভিযোগ, ওই আইন চাষিদের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। বদলে শিল্পপতিদের হাত মজবুত করেছে। সেই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। 

[আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সতাব, ‘বন্ধু’র প্রয়াণে শোকপ্রকাশ মোদির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement