ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করল মরিশাস সরকার। রামমন্দির উদ্বোধনের দিন সেখানে দুঘণ্টার বিশেষ ছুটি দেওয়া হবে। পাশাপাশি, সেদিন রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। প্রসঙ্গত, মরিশাসে প্রচুর হিন্দুধর্মের মানুষ বাস করেন। তাঁদের মধ্যে অনেকেই মরিশাস সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকরিও করেন। সে জন্যই এই বিশেষ ছুটি ঘোষণা মরিশাস সরকারের।
এদিকে, ২০২৪ সালের শুরুতেই টানাটানি পড়ে গিয়েছে ‘রামচরিতমানস’ বইয়ের ভাণ্ডারে। রামচরিতমানস ছাপানোর সংস্থা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের গীতা প্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে, বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথমবার রামচরিতমানসের মজুতে এতখানি ঘাটতি তৈরি হয়েছে। গীতা প্রেসের ম্যানেজার লালমণি ত্রিপাঠী বলেছেন, “রামলালার প্রাণপ্রতিষ্ঠার তারিখ ঘোষণা করার পর থেকেই হনুমান চালিসার সঙ্গে সঙ্গে রামচরিতমানসের চাহিদাও বেড়ে গিয়েছে।” এবছর ১ লক্ষ কপি ছাপানোর পরও এখন তাঁদের কাছে কোনও স্টকই নেই বলে জানাচ্ছেন তিনি।
সব মিলিয়ে রামমন্দির প্রতিষ্ঠার ঠিক আগে ক্রমেই যেন চাঞ্চল্য বাড়ছে। রামলালার প্রতিষ্ঠার সময় অর্থাৎ আগামী ১৫-২২ জানুয়ারি পর্যন্ত ইন্দোরের সমস্ত শপিং মল, বড় দোকানে অযোধ্যার মন্দিরের রেপ্লিকা রাখতে হবে বলে ঘোষণা করেছেন। মেয়র পুষ্যামিত্রা ভার্গব রীতিমতো হুমকির সুরে বলেন, “যারা এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে কীভাবে জবাব দিতে হবে তা শহরের মানুষই ঠিক করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.