Advertisement
Advertisement

Breaking News

Bihar

মসজিদের ভিতর নাবালিকাকে জোর করে চুমু মৌলবীর! ভিডিও ভাইরাল হতেই উঠল গ্রেপ্তারির দাবি

ঘটনায় মৌলবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Maulavi In Bihar's Siwan Harasses Minor Girl Inside Mosque | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:July 30, 2023 3:09 pm
  • Updated:July 30, 2023 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মস্থানেও যৌন লালসার শিকার নাবালিক! মসজিদের ভিতরই এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেল এক মৌলবীকে। যে ঘটনার ভিডিও ভাইরাল হতেই উঠেছে গ্রেপ্তারির দাবি।

জানা গিয়েছে, বিহারের অন্দর থানা এলাকার এক মসজিদে গোপন ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মৌলবীকে প্রথমে বাধা দেয় ওই ছাত্রী। কিন্তু এরপরই তাকে কিছু একটা বলেন ওই মৌলবী। তার আর তাঁকে সেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেনি ওই নাবালিকা। এরপরই তার হাত ধরে টেনে তাকে চুমু খেতে দেখা যায় মৌলবীকে। মসজিদের মধ্যে এহেন ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’। পাশাপাশি ভিডিওটি ঠিক কবেকার, তাও স্পষ্ট হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘ওটা না হলেই ভাল হত,’ অবসর ঘোষণার দিনও ব্রডকে তাড়া করছে যুবরাজের ৬ ছক্কার স্মৃতি]

সিওয়ান জেলার পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত মৌলবী মহম্মদ মাসুম এক পীড়বাবার দরগায় নিয়মিত ঝাড়ফুঁকও করেন। মুজাফ্ফরপুরের বাসিন্দা তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মসজিদেই বাচ্চাদের উর্দু শেখায় ওই নাবালিকা। সেই সূত্রে মাসুম তার পূর্বপরিচিত ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই মৌলবী মাসুমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মসজিদের মধ্যে নাবালিকার সঙ্গে এহেন আচরণ মেনে নিতে পারছেন না অনেকেই। ভিডিও পোস্ট করে মৌলবীর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে নেটিজেনদের একাংশ। পাশাপাশি অন্দর থানা এলাকার স্থানীয়দের মধ্যেও মৌলবীকে নিয়ে বাড়ছে ক্ষোভ।

[আরও পড়ুন: মর্মান্তিক! ওড়িশায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রাণ হারালেন বীরভূমের ২ শ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement