Advertisement
Advertisement

মথুরা-কাণ্ড: জওহর বাগে মিলল রকেট লঞ্চার

যে ২৯ জন মারা গিয়েছেন, তাঁদের কারও দেহে বুলেট মেলেনি বলেও মঙ্গলবার জানিয়েছে ইউপি পুলিশ৷

Mathura violence: US-made rocket launcher found at Jawahar Bagh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 7:15 pm
  • Updated:June 8, 2016 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কমথুরা জেলার জওহর বাগে পুলিশি তল্লাশিতে মিলল মার্কিন রকেট লঞ্চার৷ উত্তরপ্রদেশ বম্ব ডিজপোজাল স্কোয়াডের তল্লাশির সময় ওই মারাত্মক অস্ত্রের খোঁজ মেলে৷ মথুরায় ২৮০ একর জমি জবরদখলকারী স্বাধীন ভারত বিধি সত্যাগ্রহী সংগঠনের তাণ্ডবের পরবর্তী ছবি এখন এমনই৷

মথুরার এসএসপি বাবলু কুমার বলেছেন, “জওহর বাগ থেকে আমেরিকায় তৈরি রকেট লঞ্চার মিলেছে৷ পুলিশকর্মীরা ওই অস্ত্রের খুঁটিনাটির পরীক্ষা করছেন৷” পুলিশ এখন খুঁজছে, কে বা কারা ওই অস্ত্র জওহর বাগে সরবরাহ করেছে৷ গত ২ জুন মথুরায় জমি জবরদখলকারীদের উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে৷ ওই ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়৷ যাঁদের মধ্যে ছিলেন শহরের এসপি মুকুল দ্বিবেদী ও এসএইচও সন্তোষ যাদব৷ মঙ্গলবার ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ যে ২৯ জন মারা গিয়েছেন, তাঁদের কারও দেহে বুলেট মেলেনি বলেও মঙ্গলবার জানিয়েছে ইউপি পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement