Advertisement
Advertisement

Breaking News

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র মথুরা, মৃত ২১

মথুরায় যখন মৃত্যুমিছিল বেড়ে চলেছে, তখন নিজের শুটিংয়ের ছবি টুইটারে আপলোড করে বিতর্কের মুখে পড়েছেন মথুরার সাংসদ হেমা মালিনী৷

Mathura: Toll climbs to 21, probe ordered, Rajnath speaks to CM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 2:06 pm
  • Updated:June 3, 2016 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশে বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে তীব্র বাধার মুখে পড়তে হল পুলিশকে৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্ঘর্ষে শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে হল ২১৷ মৃতদের মধ্যে রয়েছেন মথুরার এসপি ও একজন এসএইচও৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ মৃত দুই পুলিশ আধিকারিক হলেন মথুরার এসপি মুকুল দ্বিবেদী ও আগ্রা ডিভিশনের কমিশনার এসএইচও সন্তোষ যাদব৷ নিহত পুলিশকর্মীদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার৷

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ পেয়ে পুলিশ এদিন জওহরবাগে জবরদখলকারীদের উচ্ছেদ করতে যায়৷ গত ২ বছর ধরে জওহরবাগ সংলগ্ন ২৬০ একর জমি দখল করে রয়েছে ওই দখলকারীরা৷ জমির আনুমানিক বাজারদর প্রায় কোটি টাকা৷ অভিযোগ, দখলদারদের হঠাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছলে জবরদখলকারীরা ‘আজাদ ভারত বিধি বিচারক ক্রান্তি সত্যাগ্রহ’ নাম এক সংগঠনের ছাতার তলায় পুলিশি কাজে বাধা দেয়৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ টেলিফোনে তিনি কথা বলেছেন অখিলেশ যাদবের সঙ্গে৷ মথুরার সাংসদ হেমা মালিনী ওই দুই পুলিশকর্মীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা পূর্ব পরিকল্পনামাফিক পুলিশের উপর হামলা চালায়৷ মথুরার এডিজি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর দেশি বন্দুক, রাইফেল, পিস্তল, কার্তুজ ও গ্রেনেড৷ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ সঙ্ঘর্ষে ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়, যাদের মধ্যে ১১ জন আগুনে পুড়ে মারা গিয়েছেন৷ আহত হয়েছেন ২৩ জন পুলিশকর্মী৷ উত্তরপ্রদেশের ডিজিপি জানিয়েছেন, ওই পুলিশকর্মীদের নৃশংসভাবে আঘাত করা হয়েছে৷ তাঁরা স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ, খবর পিটিআই সূত্রে৷

অন্যদিকে, মথুরায় যখন মৃত্যুমিছিল বেড়ে চলেছে, তখন নিজের শুটিংয়ের ছবি টুইটারে আপলোড করে বিতর্কের মুখে পড়েছেন মথুরার সাংসদ হেমা মালিনী৷ বিতর্কের পারদ চড়ার আগেই অবশ্য তিনি ছবিগুলি টুইটার থেকে মুছে দেন৷ এই ঘটনার জন্য দলের একাংশের রোষের মুখে পড়েছেন বিজেপি সাংসদ হেমা মালিনী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement