সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৫ সালের দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ কান্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত তারিক আহমেদ দার। তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের সাজা দিল আদালত। বহুদিন ধরে চলা মামলার শেষে, বৃহস্পতিবার, দিল্লির একটি আদালত এই রায় ঘোষণা করে। তবে প্রমাণের অভাবে আরও দুই অভিযুক্ত মহম্মদ রফিক শাহ ও মহম্মদ হুসেন ফাজিলিকে বেকসুর খালাস দেয় আদালত।
২০০৫ সালে, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লির সরোজিনীনগর, কালকাজী ও পাহাড়গঞ্জ এলাকা। প্রাণ হারিয়েছিলেন ৬০ জনেরও বেশি নিরীহ লোক। আহত হয়েছিলেন ২০০ জনেরও বেশি।তারপরই গ্রেপ্তার করা হয় তারিক আহমেদ দার-সহ তিনজনকে। ২০০৮ সালে দরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ। ওই চার্জশিটে তাকে হামলার মূলচক্রী হিসেবে দেখানো হয়। দার লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হয়ে ভারতে নাশকতা ছড়ানোর কাজ করছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.