সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ। তার জেরে বিধ্বংসী আগুন ধরে গেল জয়পুরের একটি পেট্রল পাম্পে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অন্তত ১৫ জন। আপাতত আগুন নেভানোর চেষ্টা চলছে ওই পেট্রল পাম্পে।
A chemical-filled tanker exploded in Jaipur, triggering a massive blast that set around 20 vehicles on fire, five people were burned alive, while more than 15 others sustained injuries.
🎥: Sachin Gupta #Blast #ChemicalBlast#Jaipur #Rajasthan #India
pic.twitter.com/VfATv7OqLh— Mr. Shaz (@Wh_So_Serious) December 20, 2024
জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। আজমেঢ় রোডে অবস্থিত একটি পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই সময়ে আচমকাই বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। তার জেরেই বিস্ফোরণ হয় সিএনজি ট্যাঙ্কারে। দাউদাউ করে আগুন ধরে যায়। গোটা পেট্রল পাম্পে ছড়িয়ে যায় আগুন। বেশ কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় আগুনের শিখা। ভাইরাল হয়ে যায় অগ্নিকাণ্ডের ভিডিও।
ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে যাওয়া হয় জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে। শুরু হয় আগুন নেভানোর কাজও। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। গুরুতর আহত আরও ৩৫ জন। অন্তত ২০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা যে গাড়িগুলিতে ধাক্কা মেরেছে ট্রাক, তার মধ্যে কোনও একটিতে রাসায়নিক ছিল প্রচুর পরিমাণে। আপাতত ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.