সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) লালবাগ এলাকায় ৬০ তলা বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। জখম হয়েছেন একজন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়েছেন মেয়র কিশোরী পেডনেকর।
Mumbai | One person injured in fire at Avighna Park apartments, Curry Road: Fire Department
Mayor Kishori Pednekar arrives at the incident site pic.twitter.com/DRvGRTU4fv
— ANI (@ANI) October 22, 2021
শুক্রবার বেলা ১২ টা নাগাদ মুম্বইয়ের লালবাগ এলাকার অভিঘ্না আবাসনের ১৭ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। এদিকে দ্রুত ছড়াতে থাকে আগুন। দমকল পৌঁছনোর আগেই ১৭ তলা থেকে ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে যায় লেলিহান শিখা। জানা গিয়েছে, ইতিমধ্যেই দমকলের ৩০ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।
Fire broke out at the multi-storey Avighna park apartment on Curry Road, around 12 noon today. No injuries reported. pic.twitter.com/W9KqsQLkPr
— ANI (@ANI) October 22, 2021
মুম্বইয়ের এই বহুতলে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী থাকেন বলেই খবর। এছাড়াও বহু পরিবারের বাস ওই আবাসনে, ফলে বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছিলই। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে মর্মান্তিক এক ছবি। আগুনের হাত থেকে বাঁচতে আবাসনের কার্নিশ বেয়ে নামার চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই আবাসনেরই বাসিন্দা তিনি। তবে কতজন ওই আবাসনে আটকে পড়েছেন তা এখনও জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, আটকে পড়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে গিয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এদিনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.