সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ডার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রবল ধোঁয়ায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার পর প্রাণ বাঁচাতে জানলার কাঁচ ভেঙে নিচে ঝাঁপ দেন অনেকেই। শেষ খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে রোগীদের সকলেই নিরাপদে হাসপাতালে থেকে বের করে আনা গিয়েছে। তাঁদের স্থানান্তরিত করা হয়েছে নিকটবর্তী কৈলাস হাসপাতালে।
[ ‘বন্দেমাতরম’ গাইতে চাননি, শিক্ষককে গণধোলাই স্থানীয়দের]
দিল্লি লাগোয়া নয়ডা শহরের অন্যতম নামী হাসপাতাল মেট্রো হাসপাতাল। হাসপাতালটি শহরের সেক্টর ১২ এলাকায়। বৃহস্পতিবার সকালে আমচকাই হাসপাতালের তিন ও চার তলায় আগুন লেগে যায়। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। প্রবল ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, হাসপাতালে ভবনের যে দুটি তলায় আগুন লেগেছে, সেই তিন ও চারতলার কমপক্ষে ৩০ থেকে ৪০ জন রোগী ছিলেন। আগুন লাগার পর ভয়ে চিৎকার করতে শুরু করেন তাঁরা। মরিয়া হয়ে অনেকে আবার জানলার কাঁচ ভেঙে নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়। প্রথমে রোগীদের হাসপাতাল থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন দমদম। হাসপাতালে তিন ও চারতলা যাঁরা আটকে ছিলেন, তাঁদের সকলেই নিরাপদে বের করা আনা গিয়েছে বলে খবর। তবে এখনও হাসপাতালে আরও অনেকেই আটকে রয়েছেন আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর অনুযায়ী, নয়ডার মেট্রো হাসপাতালের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। কিন্তু, কীভাবে হাসপাতালে আগুন লাগল? তা এখনও স্পষ্ট নয়।
Rescue operations underway after a fire broke out in Metro Hospital in Noida’s sector-12. pic.twitter.com/ctgVgbgQLI
— ANI UP (@ANINewsUP) 7 February 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.