সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনের গ্রাসে মুম্বইয়ের বাইকুল্লার জিএসটি ভবন। সোমবার জিএসটি ভবনের ৮ তলায় প্রথমে আগুন লেগে যায়। তা থেকে ৯ তলায় ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সতেরোটি ইঞ্জিন। বেশ কয়েকজন জিএসটি ভবনের ভিতরে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
সোমবার দুপুরে মুম্বইয়ের বাইকুল্লার মহারানা প্রতাপ চকের জিএসটি ভবনে কাজ চলছিল। আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতল। তারপর বোঝা যায় জিএসটি ভবনের ৮ তলায় আগুন লেগে গিয়েছে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ৯ তলাতে আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।
ওই ভবনের ভিতরে বেশ কয়েকজন আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এনে ভিতরে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করছে। তবে কালো ধোঁয়ার তীব্রতায় ভিতরে ঢুকতে পারছেন না প্রায় কেউই। কীভাবে জিএসটি ভবনে আগুন লেগে গেল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ঠিক কত ক্ষয়ক্ষতি হল, সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা এড়ানো যাচ্ছে না।
Mumbai: A level III fire has broken out in GST Bhavan, in Mazgaon area. More details awaited. pic.twitter.com/92fqpMF3tt
— ANI (@ANI) February 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.