কারখানায় জীবন্ত দগ্ধ অন্তত ৬। নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে। মধ্যরাতে দাউদাউ করে জ্বলেছে মহারাষ্ট্রের গ্লাভস কারখানা। কারখানায় আগুন লেগে জীবন্ত দগ্ধ অন্তত ৬ শ্রমিক। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের গ্লাভস তৈরির কারখানায় রাত সোয়া দুটো নাগাদ আগুন ধরে যায়। কারখানা চত্বরেই শ্রমিকরা ঘুমোচ্ছিলেন বলে খবর। আগুন ধরে যাওয়ার পর তাঁরা আর সেখান থেকে বের হতে পারেননি। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। তবে তাতে বিশেষ লাভ হয়নি। রবিবার সকাল নাগাদ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
#WATCH | Maharashtra: Morning visuals from the hand gloves manufacturing factory in Waluj MIDC area in Chhatrapati Sambhajinagar where six people died after a fire broke out late at night. https://t.co/gPCXt18L5U pic.twitter.com/WHk8Qt7Z1k
— ANI (@ANI) December 31, 2023
জানা গিয়েছে, কারখানা থেকে ৬ জন শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। এ প্রসঙ্গে দমকলকর্মী মোহন মুঙ্গসে জানান, “রাত ২টো ১৫ মিনিট নাগাদ আমরা ফোন পাই। পৌঁছে দেখি গোটা কারখানা দাউদাউ করে জ্বলছে। কারখানায় ঢুকে ৬ জনের দেহ উদ্ধার করেন আমাদের কর্মীরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.