ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের (INDIA Alliance) সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা। রবিবার রাঁচিতে হাজির ছিলেন বিরোধী জোটের একাধিক নেতৃত্ব। সেখানে সভা চলাকালীনই তুমুল বিশৃঙ্খলা দেখা যায়। সভার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওকে হাতিয়ার করে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
রবিবার ইন্ডিয়া জোটের সভা ঘিরে কার্যত সেজে উঠেছে রাঁচি (Ranchi)। বিরোধী নেতাদের পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে গোটা শহর। জেলবন্দি হেমন্ত সোরেন-অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারও রয়েছে সেখানে। তবে এদিনের সম্মেলনে সোনিয়া-প্রিয়াঙ্কা ছিলেন না। আচমকা অসুস্থ হয়ে পড়ায় সভায় যোগ দিতে পারেননি রাহুল গান্ধীও। বরং নজর কাড়লেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী। মঞ্চে ছিলেন জেলবন্দি হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাও।
মঞ্চে যখন বিজেপিকে উৎখাতের ডাক দিচ্ছেন নেতারা, ঠিক সেই সময়েই দর্শকাসনে কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে। নিমেষের মধ্যেই ইন্ডিয়া জোটের উলগুলান ন্যায় র্যালি কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। চেয়ার তুলে একে অপরের দিকে তেড়ে যান সমর্থকরা। এমনকি অন্যদের দিকে সেই চেয়ার ছুঁড়েও মারেন তাঁরা। দলীয় পতাকার লাঠি দিয়ে একে অপরকে মারতেও শুরু, করেন ইন্ডিয়া জোটের সমর্থকরা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় রাঁচির সভাস্থলের ভিডিও।
ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে বিরোধী জোটকে আক্রমণ করেছেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান। বিশৃঙ্খলার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন তিনি। লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) কংগ্রেসের ‘হাথ বদলেগা হালাত’ স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, “এইভাবেই কি ‘হালাত’ বদলাতে চায় হাত? রাঁচিতে ইন্ডি জোটের সভায় এমন ‘মনোরম’ দৃশ্য দেখা গেল। তবে আসন রফা নিয়ে জোটের মধ্যে যেমন সংঘর্ষ হচ্ছিল, এই বিশৃঙ্খলা তার কাছে কিছুই নয়।” তবে এই বিশৃঙ্খলার নেপথ্যে কারা রয়েছে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।
ऐसे ‘हाथ बदलेगा हालात’? राँची में इंडी गठबंधन की सभा में मारपीट का मनोरम दृश्य। इसका ‘सीट शेयरिंग’ को लेकर चल रहे घमासान से कुछ लेना-देना नहीं है। pic.twitter.com/wYbB9CNv2N
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 21, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.