প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন কর্মীর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ৭ জনের মৃত্যুর কথা জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১৩-তে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫ জনকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
রাজ্যের বনষ্কণ্ঠ দিসার ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে হাজির দমকলকর্মীরা। পাশাপাশি পুলিশ ও আপৎকালীন পরিষেবা বাহিনীও উদ্ধারকার্য শুরু করেছে।
#WATCH | Gujarat | Explosion occurs in a factory in the industrial area in Deesa, Banaskantha district; Five workers dead, says Collector. pic.twitter.com/PYkmn4UVeW
— ANI (@ANI) April 1, 2025
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। অন্তত ১৩ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। অন্তত ৪ জনের জখম হওয়ার কথা জানা গিয়েছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল। বাজি তৈরির সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। ওই কারখানা সংলগ্ন অঞ্চলে ছিল শ্রমিকদের আবাসন। বিস্ফোরণে অনেকটা অংশ ধসে যাওয়ায় ধ্বংসস্তূপের আড়ালে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.