Advertisement
Advertisement

সুকমার বদলা, পুলিশ-সেনা যৌথ অভিযানে নিকেশ ২০ মাওবাদী

দেখুন কীভাবে সুকমা-বিজাপুর সীমান্তে অপারেশন চালিয়েছে কোবরা, সিআরপিএফ, এসটিএফ৷

Massive anti-Naxal operations in Chhattisgarh, 20 Naxals killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2017 3:23 am
  • Updated:May 17, 2017 3:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা তৈরির তদারকির কাজ সেরে সবে দুপুরের খাবারটা খেতে বসেছিলেন সিআরপিএফ জওয়ানরা৷ ঠিক সেই মুহূর্তেই হামলা চালিয়েছিল মাওবাদীরা৷ জওয়ানরা উত্তর দিয়েছিলেন৷ তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল৷ সুকমা হামলায় শহিদ হয়েছিলেন ২৫ জন সিআরপিএফ জওয়ান৷ এরপরই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশ জুড়ে উঠেছিল সমালোচনার ঝড়৷ সে নিন্দারই জবাব মিলল মঙ্গলবার৷ সিআরপিএফ, কোবরা, ডিআরজি, এসটিএফ, সিআরপিএফ ও ছত্তিশগড় পুলিশের মিলিত অভিযানে নিকেশ করা হয়েছে অন্তত ২০ জন মাও জঙ্গিকে৷

 

Advertisement

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, মে মাসের ১২ তারিখ থেকেই চলছিল এই মিলিত অভিযান৷ প্রায় ৩৫০ সিআরপিএফ জওয়ান এতে অংশগ্রহণ করেছিলেন৷ এঁদের সঙ্গেই ছিলেন কোবরা, এসটিএফের মতো বাহিনি৷ প্রধানত সুকমা ও বিজাপুর সীমান্ত এলাকাকে কেন্দ্র করেই অপারেশন চালানো হয়েছে৷ যৌথবাহিনির দাপটে পিছু হটতে বাধ্য হয়েছে মাওবাদীরা৷

 

গ্রামবাসীদের ঢাল হিসেবে ব্যবহার করে সিআরপিএফ জওয়ানদের উপর হামলা করেছিল মাওবাদীরা৷ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জওয়ানদের আত্মত্যাগ বিফলে যাবে না বলে আশ্বাস দিয়েছিলেন তিনি৷ প্রধানমন্ত্রীর সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করলেন জওয়ানরা৷ তবে অতর্কিতে বা পিছন থেকে নয়, সামনে থেকে আক্রমণ করে শত্রুকে ধরাশায়ী করলেন ভারতীয় জওয়ানরা৷ মাও নিধনের পালা এভাবেই বজায় থাকবে৷ দিলেন সে ইঙ্গিতও৷ এতে মাও উপদ্রুত এলাকায় জওয়ানদের মনোবল অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

[বাস্তবকে হারিয়ে মন ছুঁয়ে যায় যৌনকর্মী ও প্রতিবন্ধী যুবকের এই প্রেম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement