সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। আর তার আগেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটল। একধাক্কায় অনেকটাই উঠল BSE-র শেয়ার সূচক। ইতিহাসে প্রথমবার ৬০ হাজার পেরল সেনসেক্স (Sensex)। গতকালই ৬০ হাজারের দরজায় দাঁড়িয়েছিল বম্বে স্টক এক্সেচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। শুক্রবার বাজার খুলতেই তার ৩৩৮ পয়েন্টের উত্থান হয়। সেইসঙ্গেই ৬০,০০০ পয়েন্ট পেরিয়ে যায় সেনসেক্স। তা বেড়ে দাঁড়ায় ৬০৩১২.৫১ পয়েন্ট। যদিও বাজারের ওঠা-নামার সময় শেষে মার্কেট বন্ধ হলে সেনসেক্স দাঁড়ায় ৬০০৪৮.৪৭ পয়েন্টে।অন্যদিকে, দিনের শেষে ৩০.২৫ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়িয়েছে ১৭,৮৫৩.২০ পয়েন্টে।
এই প্রথম বম্বে স্টক এক্সচেঞ্চের (Bombay Stock Exchange) শেয়ার সূচক ৬০ হাজার পেরল। এদিন ২৭৩ পয়েন্ট বেড়ে ৬০,১৫৮.৭৬ অঙ্কে বাজার খোলে। এর আগের দিন বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ৫৯,৮৮৫-এ। এর আগে বৃহস্পতিবারই সেনসেক্স ৯৫৮ পয়েন্ট উঠেছিল। শুক্রবারও সেরকমই উর্ধ্বমুখী সূচক। জানা গিয়েছে, মাত্র ২৪৫ দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজারে পৌঁছল সেনসেক্স।
অন্যদিকে, দিনের শেষে অল্পের জন্য ১৮ হাজারের অঙ্ক ছুঁতে পারল না নিফটি। বৃহস্পতিবার ২৭৬.৩০ পয়েন্ট অর্থাৎ ১.৫৭ শতাংশ উত্থান ঘটিয়ে রেকর্ড ১৭,৮২২.৯৫ পয়েন্টে পৌঁছে যায় নিফটির সূচক। কিন্তু শুক্রবার ৩০.২৫ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়িয়েছে ১৭,৮৫৩.২০ পয়েন্টে।
আসলে আমেরিকার ফেডারেল রিজার্ভ গতকাল ঋণের হারে কোনও পরিবর্তন করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ব্ল্যাকস্টোন সিইও স্টিফেন সওয়ার্জম্যান বলেছেন, ভারত সারা বিশ্বে লগ্নির ক্ষেত্রে ব্ল্যাকস্টোনের কাছে সবচেয়ে ভাল বাজার। ভারতে এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এজন্য ভারতে লগ্নির ব্যাপারে সংস্থা আশাবাদী। আর তারই প্রভাব বলতে গেলে পড়ল শেয়ার মার্কেটে।
Congratulations India. To celebrate @SENSEX_BSE at 60,000, We meet virtually at physical cake cutting ceremony outside of Bullgate at BSE today at 4 pm. Please be virtual and follow the COVID protocol. @PMOIndia @FinMinIndia @nsitharaman pic.twitter.com/WYVgSesA28
— Ashish Chauhan (@ashishchauhan) September 24, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.