Advertisement
Advertisement

কাটজুর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনল জেডিইউ

বিচারপতি মার্কণ্ডেয় কাটজুর করা মন্তব্য ঘিরে আগেই সমালোচনার ঝড় উঠেছিল৷ এবার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনল জেডিইউ৷

Markandey Katju Charged With Sedition
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 8:57 pm
  • Updated:September 28, 2016 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কাশ্মীর নয়, পাকিস্তানকে নিতে হলে কাশ্মীর ও বিহার দুটোই নিতে হবে৷ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজুর করা মন্তব্য ঘিরে আগেই সমালোচনার ঝড় উঠেছিল৷ এবার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনল জেডিইউ৷

উরি আমলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের বাড়তে থাকা বৈরিতা নিয়েই নিজের মতামত জানিয়েছিলেন কাটজু৷ তাতে কাশ্মীর নিতে হলে বিহারকেও নিতে হবে, একরম দাবি তিনি রেখেছিলেন পাকিস্তানের কাছে৷ তাঁর মন্তব্য বিহারের পক্ষে তো বটেই, সারা দেশের পক্ষেও অপমানজনক বলে সমালোচনার ঝড় উঠেছিল৷ এরপরই জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে শাস্ত্রীনগর থানায় দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়৷ ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারায় এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে৷ এছাড়া অন্য একটি অভিযোগের প্রেক্ষিতেও জেলা আদালতে কাটজুর বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের হয়েছে৷

Advertisement

কাটজুর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ পাল্টা নীতিশ কুমারকে একহাত নেন কাটজু৷ সবমিলিয়ে মন্তব্য ও প্রতি মন্তব্যের জেরে তিক্ততা বাড়ে তাঁদের সম্পর্কে৷ তারই ফলশ্রুতি এই অভিযোগ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও এখনও শুনানির দিন স্থির হয়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement