সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাঠাদের সংরক্ষণের দাবিতে উত্তাল মহারাষ্ট্র৷ রাজ্যের বিভিন্ন স্থানে নতুনভাবে বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীরা৷ পুনে থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বাণিজ্যিক এলাকা ছাকান সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে খবর৷ সোমবার সকাল থেকে সেখানে চলছে বনধ৷ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রায় ২৫টি বাসে৷ এমনকী এও খবর, যে কয়েকটি দোকান খোলা হয়, সেগুলিকেও বলপূর্বক বন্ধ করে দেয় উত্তেজিত জনতা৷ এমনই অভিযোগ উঠে আসছে৷ পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধ বাঁধে উত্তেজিত জনতার৷ পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর৷ ফলে এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে ব়্যাফ, পুলিশ ও কুইক রেসপন্স টিম৷
[রাজ্যপালকে ঘুসি মারার হুমকি বিজেপি বিধায়কের, ভিডিও প্রকাশ করে তোপ তেজস্বীর]
মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬ শতাংশ সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে মহারাষ্ট্র৷ রাজ্য প্রশাসনের বিরদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মারাঠা সম্প্রদায়েদের লোকেরা৷ তার জেরেই ডাকা হয়েছে বনধ। বনধের জেরে বন্ধ স্কুল ও কলেজ৷ স্তব্ধ মুম্বইয়ের লাইফ লাইনও৷ মুম্বইয়ে রেল অবরোধ করে চলছে বিক্ষোভ৷ দূরপাল্লার ট্রেনও খমকে রয়েছে৷ রেল অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা৷ শিবসেনা সাংসদ চন্দ্রকান্ত খাইরে ও কংগ্রেস নেতা সুভাষ জাম্বাসের উপরও চড়াও হয় উত্তেজিত জনতা৷
[মধ্যবিত্তের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল এসবিআই]
জানা গিয়েছে, এই বনধের জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মারাঠওয়াড়ার আটটি জেলা৷ সেখানে জনজীবন সম্পূর্ণ স্তব্ধ। রাজ্যের অন্যান্য অংশে বনধের মিশ্র প্রভাব পড়েছে। রাজ্যের একাধিক জেলায় সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বহু জায়গায় বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ি ও রাস্তার পাশে থাকা দোকানপাট ভাঙচুর করে৷ সরকারি, বেসরকারি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর খবরও মিলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.