Advertisement
Advertisement

সংরক্ষণের দাবিতে আন্দোলন মারাঠাদের, অচল মুম্বই

পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র বাণিজ্যনগরী৷

Maratha agitation cripples Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 11:53 am
  • Updated:July 26, 2018 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষণের দাবিতে উত্তাল মুম্বই৷ চলছে বনধ৷ বন্ধ স্কুল-কলেজ৷ পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র দেশের বাণিজ্যনগরী৷ স্তব্ধ মুম্বইয়ের লাইফ লাইন৷ মুম্বইয়ে রেল অবরোধ করে চলছে বিক্ষোভ৷ দূরপাল্লার ট্রেনও খমকে রয়েছে৷ রেল অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা৷ ওয়াদগলে সরকারি বাস ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে৷ উত্তেজিত জনতার পাথর ছোড়া রুখতে পুলিশের লাগাতার কাঁদানে গ্যাস সেল ছোঁড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়েছে মারাঠাভূমে৷

[তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পূণ্যার্থীদের বাস, জখম ২০]

মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬শতাংশ সংরক্ষণের দাবিতে মঙ্গলবারে কাকাসাহের শিন্দে নামের যুবকের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আজ গোটা মুম্বইজুড়ে বনধের ডাক দিয়েছে মুম্বই ক্রান্তি মোর্চা৷ ঔরঙ্গাবাদের গঙ্গাপুর এলাকায় এই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করে৷ রাজ্য প্রশাসেনর বিরদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মারাঠা সম্প্রয়াদের লোকেরা৷ শিবসেনা সাংসদ চন্দ্রকান্ত খাইরে ও কংগ্রেস নেতা সুভাষ জাম্বাসের উপরও চড়াও হয় উত্তেজিত জনতা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ৷

Advertisement

[খাতায় কলমে ‘বিবাহিত’, কন্যাশ্রীর টাকা না পেয়ে বিপাকে কলেজ ছাত্রী]

সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন মারাঠিরা৷ মূলত ঔরঙ্গাবাদ ও মারাঠওয়াড়া অঞ্চলে এই বিক্ষোভ চলছে৷ বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে৷ আহত ৯ পুলিশকর্মী৷ দুই বিক্ষোভকারী আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে৷

[মোবাইলে গেমের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন গৃহশিক্ষকের]

সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে আজ মুম্বই ও থানে বাদ দিয়ে গোটা রাজ্যে বনধ চলছে৷ বন্‌ধের জেরে মারাঠওয়াড়ার আটটি জেলায় জনজীবন ছিল সম্পূর্ণ স্তব্ধ। রাজ্যের অন্যান্য অংশে বন্‌ধের মিশ্র প্রভাব পড়েছে। রাজ্যের একাধিক জেলায় সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বহু জায়গায় এদিন বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ি ও রাস্তার পাশে থাকা দোকানপাট ভাঙচুর করেছে৷ সরকারি, বেসরকারি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর খবরও মিলেছে। পরিস্থিতি হিংসাত্মক আকার নেওয়ায় পরিবহণ দপ্তর এদিন ঔরঙ্গাবাদ-পুণে রুটে বাস চলাচল বন্ধ রাখে। এরই মধ্যে কাকাসাহেবের আত্মহত্যার খবরে যেন আগুনে ঘি পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement