Advertisement
Advertisement

Breaking News

ভোটের আগের দিন ফের উত্তপ্ত ছত্তিশগড়, বিস্ফোরণে জখম বিএসএফ আধিকারিক

এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১ মাওবাদীরও৷

Maoists triggered seven explosions in  Chhattisgarh
Published by: Sayani Sen
  • Posted:November 11, 2018 11:14 am
  • Updated:November 11, 2018 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগের দিনই উত্তপ্ত ছত্তিশগড়৷ দফায় দফায় বীজাপুর, রাইপুর-সহ একাধিক এলাকায় মাওবাদী ও পুলিশের গুলির লড়াই চলে৷ কাঙ্কেরে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন এক বিএসএফ আধিকারিক৷ খতম হয়েছে এক মাওবাদী৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র৷

রাত পোহালেই সোমবার ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন৷ ভোটের আগে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নির্বাচনী এলাকাগুলিকে৷ ওই এলাকায় হানা দেয় পুলিশ৷

Advertisement

[চাপ কমাতে সদর দপ্তরেই ‘আর্ট অফ লিভিং’-এর পাঠ সিবিআই আধিকারিকদের]

সেই সময় কাঙ্কেরে পরপর সাতটি আইইডি বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ধোঁয়ায় ঢেকে যায় কাঙ্কের৷ এই ঘটনায় এখনও পর্যন্ত এক বিএসএফ আধিকারিক গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে তাঁর৷ ওই বিএসএফ আধিকারিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের নামই উঠে আসছে৷

[পরকীয়ার নির্মম পরিণতি, প্রেমিকের যৌনাঙ্গ কাটল মহিলা]

অপরদিকে, রবিবার সকাল থেকেই বীজাপুরে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই৷ গভীররাতে ওই এলাকায় হানা দেয় পুলিশ৷ সেই সময় পুলিশের উপর আক্রমণ করে মাওবাদীরা৷ পালটা গুলির চালাতে শুরু করে পুলিশও৷ রবিবার সকালে ওই এলাকা থেকে এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়৷ পুলিশের দাবি, এনকাউন্টারেই খতম করা হয়েছে তাকে৷ ওই এলাকা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

[অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী]

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মাওবাদীরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল৷ গত এক মাসে দফায় দফায় মাও হামলার ঘটনা বাড়াচ্ছে চিন্তা৷ তার উপর ভোটের আগের দিনেই এই হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ এই পরিস্থিতিতে সোমবার প্রথম দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিতে করাটাই নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ৷ যে ১৮টি কেন্দ্রে ভোট হবে সেগুলির বেশিরভাগই পড়েছে মাও অধ্যুষিত এলাকায়৷ ভোটের দিন মাও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন৷ মাওবাদীরা ভোট বানচাল করতে না পারে তার জন্য অতিরিক্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ছত্তিশগড়ে মোতায়েন করা হয়েছে ৬৫০ কোম্পানি সেনা, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি৷ এছাড়া রাজ্য পুলিশের তরফে ৬৫ হাজার পুলিশ কর্মীকে ভোটে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে৷ রয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স৷ ভোটের দিন অতিরিক্ত স্পর্শকাতর এলাকার বুথগুলিতে আকাশপথে নজরদারি চালানো হবে৷ রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, ৬৫০টি বুথে আকাশপথে নজরদারি চলবে৷ বায়ুসেনা ও বিএসএফের ১০টি চপার নামানো হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement