Advertisement
Advertisement
Maoist

হামাসের সমর্থনে মিছিল ‘ভুয়ো কমরেড’দের! ‘বোমা মেরে উড়িয়ে দেব’, হুমকি মাওবাদীদের

পুলিশ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে।

Maoists threaten to blow up 'Hamas rally of fake comrades' in Kerala। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 16, 2023 7:25 pm
  • Updated:November 16, 2023 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটানোর দিকে নজর নেই। অথচ ‘বিদেশি জঙ্গি’দের সমর্থনে মিছিল বের করা হচ্ছে। এমনই খোঁচা মেরে হামাসের সমর্থনে ‘ভুয়ো কমরেড’দের মিছিলে বোমা মারার হুমকি দিল মাওবাদীরা। বামশাসিত কেরলের কোঝিকোড়ে এই হুমকি-চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়াল। ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে।

ঠিক কী হুমকি দিয়েছে মাওবাদীরা? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, গত বুধবার জেলার কালেক্টরের অফিসে একটি চিঠি আসে। সেখানে দাবি করা হয়েছে, মাওবাদীদের অকারণে টার্গেট করছে প্রশাসন। ভুয়ো মামলায় ফাঁসানো হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার যদি নিজেদের নিবৃত্ত না করে তাহলে হামাসের সমর্থনে ‘ভুয়ো কমরেড’দের মিছিল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই ওই চিঠি পুলিশের কাছে পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

সম্প্রতি কেরলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মাওবাদী ও কেরল পুলিশের বিশেষজ্ঞ দলের সংঘর্ষ ঘিরে। এই সপ্তাহেই কান্নুর জেলায় দুবার মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয়েছিল পুলিশের। তার আগে গত সপ্তাহে ওয়েনাড়ের জঙ্গলেও একই ভাবে গুলির লড়াই হয় দুই পক্ষের। গ্রেপ্তার করা হয় দুই মাওবাদীকে। গত মাসে মাক্কিমালায় একটি বেসরকারি রিসর্ট দখল করেছিল ৬ জন সশস্ত্র মাওবাদীর একটি দল। সেই ঘটনা ঘিরেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল হুমকি-চিঠি ঘিরে।

[আরও পড়ুন: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক, ‘পিছু হটল’ কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement