Advertisement
Advertisement

Breaking News

কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা

মাওবাদীদের এই নয়া কৌশলই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের৷

Maoists strategy against forces
Published by: Tanujit Das
  • Posted:November 30, 2018 4:19 pm
  • Updated:November 30, 2018 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা৷ বেড়েছে তাদের নাশকতামূলক কার্যকলাপ৷ এই দুই রাজ্যে প্রায় প্রত্যেকদিনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা৷ এহেন পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ঘন জঙ্গলে গোপন অভিযান চালিয়ে সিআরপিএফ জওয়ানরা খোঁজ পেলেন বেশকিছু কুশপুতুলের৷ যেগুলির মুখে কাপড় বাঁধা, হাতে রয়েছে খেলনা বন্দুক  এবং সেগুলিকে দেখতে পুরোপুরি মাওবাদীদের মতো৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই কুশপুতলগুলির দ্বারাই তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওবাদীরা৷ নকশালদের এই নয়া কৌশলই বর্তমানে নয়া মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিআরপিএফের৷

[খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর]

Advertisement

বৃহস্পতিবার, সুকমা-সহ ছত্তিশগড়ের একাধিক জঙ্গলে মাওবাদীদের গোপন আস্তানার খোঁজে অভিযানে নামেন সিআরপিএফ জওয়ানরা৷ সেখান থেকেই তাঁরা উদ্ধার করেন একাধিক কুশপুতুল৷যেগুলির হাতে নকল বন্দুক ধরিয়ে এবং মাওবাদীদের মতো সাজিয়ে ঘন জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে৷ দূর থেকে একঝলক দেখলেই, সেগুলিকে গাছের কোনে ঘাপটি মেরে থাকা মাওবাদীদের মতোই দেখায়৷ সিআরপিএফ জানিয়েছে, সেগুলিকে দেখে প্রথমে তাঁরাও বিভ্রান্ত হয়েছিলেন৷ ভেবেছিলেন মাওবাদী৷ কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে৷ কাছে গিয়ে তাঁরা দেখেন সেগুলি খড়ের তৈরি কুশপুতুল এবং এদের প্রত্যেকের হাতে রয়েছে খেলনা বন্দুক৷

[সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের]

জানা গিয়েছে, এই কুশপুতুলের কাছাকাছি এলাকার মাটিতে আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা৷ যাতে জঙ্গলে টহলদারির সময় ভুল করে এগুলির উপর নিরাপত্তারক্ষীদের পা পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে৷ সিআরপিএফ সূত্রে খবর, এমন একটি আইইডিও বৃহস্পতিবার উদ্ধার করেছেন তাঁরা৷ পরে ফাঁকা স্থানে সেটিকে নষ্ট করা হয়৷ সিআরপিএফের ১৫০ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডার ডি সিং জানিয়েছেন, “নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করতে এবং মনোবল নষ্ট করার জন্যই এই নয়া কৌশল নিয়েছে মাওবাদীরা৷” মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সেখানে বেড়েছে মাও কার্যকলাপ৷ নির্বাচন ভেস্তে দেওয়া এবং জনমানবে ভীতি তৈরির উদ্দেশ্যে ক্রমাগত সেখানে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে মাওবাদীরা৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে গত সোমবারও ছত্তিশগড়ের সুকমায় খতম হয়েছে আট মাওবাদী৷ ঘটনায় শহিদ হন দুই ডিআরজি আধিকারিকও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement