Advertisement
Advertisement

Breaking News

জানেন, গত দু’দশকে মাওবাদী হামলায় কতজন নিহত হয়েছেন?

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্য।

Maoist violence claim 12,000 lives in two decades
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2017 12:07 pm
  • Updated:July 9, 2017 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুদশকে গোটা দেশে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২,০০০ মানুষ। শহিদ হয়েছেন ২৭০০ জন নিরাপত্তা কর্মী।  সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে আরও বলা হয়েছে এই ১২,০০০ নিহতের মধ্যে ৯৩০০ জনই মারা গিয়েছেন পুলিশের গুপ্তচর হিসেবে কাজ করার অপরাধে অথবা যৌথবাহিনী-মাওবাদী গুলির সংঘর্ষে। তবে রিপোর্ট বলছে মাওবাদী হামলা আগের তুলনায় গত তিন বছরে অনেক কমে এসেছে। জানা গিয়েছে, মাওবাদীদের হাতে সেনা জওয়ানদের মৃত্যুর হার ৪২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। অন্তত ২০১৪ সালের মে মাস থেকে ২০১৭ সালের এপ্রিল মাস পর্যন্ত পাওয়া তথ্য তাই বলছে। ২০১১ সালের মে মাস থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত পরিসংখ্যান এর থেকে বেশি।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাংবাদিক বৈঠকেও উঠে এসেছে মাওবাদী হামলা ইস্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার তুলনায় মাওবাদী হামলা ২৫ শতাংশ কমেছে। গত তিন বছরে মাওবাদী হামলায় মৃত্যুও ৪২ শতাংশ কমেছে বলে দাবি করেছেন রাজনাথ। মাওবাদীদের আত্মসমর্পণের হারও বেড়েছে গত কয়েক বছরে। তথ্য বলছে, প্রায় ১৮৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে আত্মসমর্পণের হিড়িক। মাওবাদীদের ৬৫ শতাংশ নেতাকেই খতম করতে সক্ষম হয়েছে জওয়ানরা।

গোটা দেশের ৩৫টি জেলা মাওবাদী অধ্যুষিত। এর বাইরে ১০টি রাজ্যের ৬৮টি জেলায় বিক্ষিপ্ত ভাবে মাওবাদী প্রভাব লক্ষ্য করা যায়। মাওবাদী হামলার মোকাবিলায় উন্নয়নের পথ নিয়েছে কেন্দ্র, রিপোর্টে সে উল্লেখও রয়েছে। মাওবাদী অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, অধিকার প্রদান ও স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করার মাধ্যমে হামলার হার কমানো গিয়েছে বলে মত কেন্দ্রের। এই এলাকাগুলিতে ৩০৭টি নতুন থানা তৈরি করা হয়েছে গত তিন বছরে। তৈরি হয়েছে ১৩৯১ কিলোমিটার রাস্তা। আরও ৫৪১২ কিমি রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১১,৭২৫ কোটি টাকা। ২১৮৭ টি মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে, যাতে মোবাইল যোগাযোগ উন্নত হয়। স্থাপন করা হয়েছে এটিএম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement