Advertisement
Advertisement

ছত্তিশগড়ে মাও হামলায় নিহত দূরদর্শনের চিত্রসাংবাদিক

শহিদ দুই পুলিশ কর্মীও।

Maoist attack in Chhattisgarh, Doordarshan Cameraman, 2 Cops martyred
Published by: Sulaya Singha
  • Posted:October 30, 2018 2:25 pm
  • Updated:October 30, 2018 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মঙ্গলবার সকালে দান্তেওয়াড়ায় মাও আক্রমণে মৃত্যু হয় দূরদর্শন চ্যানেলের এক চিত্রসাংবাদিক এবং দুই পুলিশ কর্মীর। আগামী মাসে এখানেই নির্বাচন। তার আগে ফের মাওবাদী হানা ত্রস্ত গোটা এলাকা।

নির্বাচনের খবর সংগ্রহের জন্যই মাওবাদী অধ্যুষিত এলাকায় পৌঁছে গিয়েছিল দূরদর্শনের একটি দল। এদিন দুই পুলিশ কর্মীর সঙ্গে দান্তেওয়াড়ার আরণপুর জঙ্গলে যান তাঁরা। সেখানেই তাঁদের উপর হামলা করে মাওবাদীরা। আক্রমণকারীদের গুলিতে নিহত হন চিত্রগ্রাহক অচ্যুতানন্দ সাহু। পুলিশের ডিআইজি (অ্যান্টি-নকশাল অপারেশন) পি সুন্দর রাজ বলেন, “আমাদের তরফে পেট্রোলিংয়ের কাজে গিয়েছিল দুই পুলিশ কর্মী। দুরদর্শনের কর্মীরাও তাঁদের সঙ্গে ছিলেন। সেখানেই মাও হামলায় গুরুতর আহত হয় সাব ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ এবং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মঙ্গলু। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করা হয়। চিত্রগ্রাহক সুন্দররাজ ছিলেন দিল্লির বাসিন্দা।” এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে।

[আরও স্পষ্ট আরবিআই-সরকার দ্বন্দ্ব, ডেপুটি গভর্নরের বক্তব্যে অখুশি কেন্দ্র]

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। বলেন, “নিহতের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। তাঁদের পাশে থাকব। এমন বিপজ্জনক এলাকায় খবর সংগ্রহ করতে যাওয়ার সাহসিকতাকে স্যালুট জানাই।” উল্লেখ্য, তিন দিনেক আগেই ছত্তিশগড়ের বিজাপুরে সেনার কনভয়ে হামলা চালায় মাওবাদীরা। যে হামলায় প্রাণ গিয়েছিল চার সিআরপিএফ জওয়ানের। হামলায় আহত হন আরও দু’জন। মুখ্যমন্ত্রী রমন সিং নির্বাচনের প্রথম পর্বের প্রচার শুরুর দিনই হয়েছিল আক্রমণ। ১২ নভেম্বর হবে নির্বাচন। প্রথম ধাপে নকশাল অধ্যুষিত এলাকাগুলিতেই নির্বাচন হওয়ার কথা। তার মধ্যে রয়েছে বস্তার, সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া, কোন্ডাগাঁও, কাঁকের ও রাজনন্দগাঁও। সম্প্রতি বস্তার জেলায় নির্বাচন বয়কট করার ডাক দিয়ে পোস্টার ফেলেছে মাওবাদীরা।

[সেনার হাতে ‘নারায়ণী অস্ত্র’, শত্রু শিবির কাঁপাতে আসছে ‘ষড়ঙ্গ’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement