সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক মাসের মধ্যে তৃতীয়বার মাও হামলা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজন সিআইএফ জওয়ান-সহ চারজন নিহত হয়েছেন৷ মাও হামলার ঘটনাকে ধনতন্ত্রের বিরুদ্ধে লড়াই বলেই দাবি কংগ্রেসের৷ এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ একের পর এক মাও হামলার ঘটনার পরেও কংগ্রেসের এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলেই দাবি অন্যান্যদের৷
সপ্তাহখানেক আগে দূরদর্শনের সাংবাদিকদের উপর হামলা চালায় মাওবাদীরা৷ তাতে প্রাণ হারান দূরদর্শনের এক চিত্রগ্রাহক এবং দু’জন পুলিশকর্মী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া।
বৃহস্পতিবার দুপুরে দান্তেওয়াড়ার বাচেলি থানা এলাকায় এনএমডিসি আকাশনগর ছ’নম্বর মোড়ে বিস্ফোরণটি হয়। পাহাড়ের উপর মিনারেল প্ল্যান্ট থেকে কাজ সেরে ফিরছিলেন কর্মীরা।বিস্ফোরণে উড়ে যায় বাসটি৷ বাসে ছিলেন সিআইএসএফ জওয়ান ও কয়েকজন সরকারি কর্মচারী। বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের মধ্যে একজন সিআইএসএফ জওয়ান ও তিনজন সাধারণ নাগরিক। জখম হয়েছেন আরও ছ’জন। স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন জখমরা৷
Visuals from Chhattisgarh: 3 civilians and 1 CISF personnel died in the incident where naxals triggered a blast on a bus near Bacheli in Dantewada. Visuals from the hospital. pic.twitter.com/lRMjW26aSw
— ANI (@ANI) November 8, 2018
পুলিশের প্রাথমিক ধারণা, মাওবাদীরা এই হামলা চালিয়েছে। ১২ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন৷ যে ১৮টি কেন্দ্রে ভোট হবে তার ন’টিই মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত। তার আগেই এই হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশকর্তারা৷ নির্বাচনের কড়া নিরাপত্তার মধ্যেই গতকাল রাতে সুকমার ইকতাপাড়ায় খুন হন সিপিআইয়ের প্রাক্তন প্রধান কালমু ধুরুয়া। তাঁর বাড়ির কাছেই পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের অনুমান, এই খুনের ঘটনার নেপথ্যে মাওবাদী যোগ রয়েছে৷ যদিও সিপিআই প্রধান মণীশ কুঞ্জমের অভিযোগ, এটি রাজনৈতিক হত্যা। হামলা চালিয়েছে কংগ্রেস সমর্থকরা।
যদিও কংগ্রেসের পালটা দাবি, এটি হামলা নয়, ধনতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন৷ একের পর মাওবাদী হামলা এবং তাতে প্রাণহানির ঘটনার পরেও কংগ্রেসের মাও কার্যকলাপকে সমর্থনের ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.