Advertisement
Advertisement

বাজপেয়ীর নামে একাধিক জায়গার নামকরণের প্রস্তাব ঝাড়খণ্ডে

প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কোন কোন জায়গার নামকরণ হচ্ছে?

Many places of Jharkhand to be named after Atal Bihari Vajpayee
Published by: Bishakha Pal
  • Posted:August 25, 2018 7:13 pm
  • Updated:August 25, 2018 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর গেরুয়া শিবিরে এখনও শোকের আবহাওয়া। বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে অনেক পদক্ষেপ করেছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব। এবার তেমনই একটি পদক্ষেপ করল ঝাড়খণ্ড সরকার। একাধিক জায়গা বাজপেয়ীর নামে নামকরণ করতে চাইছে রাজ্য সরকার।

শোনা গিয়েছে, পালামৌয়ের মেডিক্যাল কলেজের নাম পালটে অটল বিহারী বাজপেয়ী মেডিক্যাল কলেজ, পালামৌ করার প্রস্তাব উঠেছে। ভারত সরকারের জাহাজ মন্ত্রক ও ঝাড়খণ্ডের পরিবহণ দপ্তরের অধীনস্ত সাহেবগঞ্জ বন্দরের নামও প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে হতে পারে। সেক্ষেত্রে এই বন্দরের নাম হবে অটল বিহারী বাজপেয়ী বন্দর, সাহেবগঞ্জ। এছাড়া নির্মিয়মান দেওঘর বিমানবন্দরের নামও তাঁর নামে করার প্রস্তাব উঠেছে। বিমানবন্দরের নাম অটল বিহারী বাজপেয়ী বিমানবন্দর, দেওঘর রাখা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

সোনায় মোড়া মোদি-যোগী রাখি, চমক দিলেন সুরাটের স্বর্ণ ব্যবসায়ী ]

হাই টেকনিক্যাল এডুকেশন ও স্কিল ডিপার্টমেন্টের প্রফেশনাল কলেজ জামশেদপুরের নামের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম বসানোরও প্রস্তাব উঠেছে। নগরোন্নয়ন দপ্তরের কনভেনশন সেন্টারের নাম হওয়ার কথা অটল কনভেনশন সেন্টার, রাঁচি। আইটি ও গভর্ন্যান্স দপ্তরের ঝাড়খণ্ড ইনোভেশন ল্যাবের নাম অটল ইনোভেশন ল্যাব হবে বলে খবর। জিওআই বিল্ডিং থেকে ধানবাদের কাকো মঠের আট লেনের রাস্তার নাম হবে অটল মার্গ।

ইতিমধ্যেই দিল্লির রামলীলা ময়দানের নাম প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে নামকরণের প্রস্তাব উঠেছে। প্রস্তাব দিয়েছে উত্তর দিল্লি পুরনিগম। আগামী ৩০ আগস্ট পুরনিগমের পরবর্তী অধিবেশন। এই অধিবেশনেই নতুন প্রস্তাব পেশ করা হবে। উত্তর দিল্লি পুরনিগমে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। সুতরাং প্রস্তাব পাশ হতে সমস্যা হওয়ার কথা নয়। উত্তর দিল্লি পুরনিগমের পুরপিতা আদেশ গুপ্তা জানিয়েছেন, “বাজপেয়ীজি রামলীলা ময়দানে প্রচুর জনসভা করেছেন। সেজন্য ওনার স্মৃতিতে রামলীলা ময়দানের নাম অটলবিহারী বাজপেয়ী রামলীলা ময়দান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তর দিল্লি পুরনিগমের অধীন সবচেয়ে বড় হাসপাতালের নামও বদলে বাজপেয়ীর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

চুম্বনেই রোগমুক্তি, মহিলাদের দাওয়াই দিয়ে গ্রেপ্তার ‘কিসিং বাবা’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement